বিধ্বংসী ব্যাটিংয়ে রানরেট বাড়িয়ে নিল ভারত

পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে অসহায় আত্মসমর্পণের পর খাদের কিনারায় ছিল ভারত। সেমিফাইনালে ওঠার সমীকরণটাও হয়ে গিয়েছিল কঠিন। বাকি তিন ম্যাচ শুধু জিতলেই হবে না, রানরেটের দিকেও নজর দিতে হবে। এমন হিসাব মাথায় রেখেই স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছিল ভারত। দুর্দান্ত বোলিংয়ে স্কটল্যান্ডকে মাত্র ৮৫ রানে অলআউট করার পর মাত্র ৩৯ বলে লক্ষ্যে পৌঁছে যায় কোহলিরা।

আগের ম্যাচে আফগানিস্তানকে ৬৬ রানে হারিয়ে নেট রানরেটে বড় লাফ দিয়েছে প্রথম আসরের চ্যাম্পিয়নরা। এবার স্কটল্যান্ডকে ৮৫ রানে গুটিয়ে দিয়ে ৮ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছে ভারত।

৩৯ বলে লক্ষ্য পেরিয়ে রানরেটও অনেক বেড়ে গেছে ম্যান ইন ব্লুদের। আফগানিস্তান-নিউজিল্যান্ডের থেকে এখন ভালো রানরেট ভারতের।

ছট লক্ষ্য তাড়ায় নেমে ১৬ বলে ৩০ রানের ঝড় তুলে রোহিত শর্মা ফিরলেও ১৮ বলেই ফিফটি তুলে নেন লোকেশ রাহুল। অবশ্য ফিফটির পরই তাকেও ফিরতে হয়েছে সাজঘরে। ১৯ বলে ৫০ রানের ইনিংসে ৬টি বাউন্ডারি আর ৪টি ছক্কা হাঁকান এই ওপেনার।

এর আগে জাদেজা-শামিদের বোলিং তোপে ইনিংসের ১৪ বল থাকতে ৮৫ রানেই অলআউট হয়ে যায় স্কটল্যান্ড দল।

ভারতীয় বোলারদের মধ্যে জাদেজা ৪ ওভারে ১৫ রানে ৩টি আর শামি ৩ ওভারে ১৫ রানে নেন ৩টি উইকেট।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //