বাংলাদেশকে দুইবার অলআউট করে টেস্ট জিততে চান সাজিদ

দ্বিতীয় টেস্টে ৩০০ রানে ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান। এ অবস্থায় প্রতিপক্ষকে দুইবার অলআউট করা তো দূরের কথা দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামানোই অনেকটা স্বপ্নের মতো ছিল। কিন্তু সেই স্বপ্নই যেন পূরণ হওয়ার পথে।

এদিন নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে যেন উইকেট বিলিয়ে দেওয়ার প্রতিযোগিতায় নামেন টাইগার ব্যাটাররা। কে কার আগে সাজঘরে ফিরবেন এ নিয়ে যেন ছিল বড্ড তাড়া। যে যার মন মতো শট খেলেছেন। আউট হয়েছেন। তাতে পাকিস্তানিদের আশাবাদী হওয়া খুব একটা অবাস্তব চিন্তাও নয়।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের চতুর্থ দিন শেষে তাই ফলোঅনের বড় শঙ্কায় রয়েছে বাংলাদেশ। ৭৬ রান তুলতেই নেই প্রথম সারীর সাত উইকেট। লেজ বেরিয়ে এসেছে। অথচ ফলোঅন এড়াতে এখনও প্রয়োজন আরও ২৫ রান। যে ধারায় ব্যাটিং চলছে তাতে পাকিস্তানকে ফের ব্যাটিংয়ে নামানো কঠিনই।

সংবাদ সম্মেলনে তাই বেশ আত্মবিশ্বাসী শোনালো সাজিদ খানকে। এদিন বাংলাদেশের ব্যাটারদের সাজঘরের রাস্তা একাই দেখিয়েছেন তিনি। শেষ দিনেও একই ধারায় কাজ চালানোর প্রত্যয় ঝরে তার কণ্ঠে, ‘কাল এই (শেষ) তিনজনকে আউট করবো। তারপর তাদের আবার ব্যাটিংয়ে পাঠাবো এবং আবার অলআউট করবো। আমরা জেতার জন্যই নামবো।’

আর মিরপুরের উইকেটও স্পিনারদের স্বর্গ হয়ে উঠছে। ঠিক জায়গায় বল করতে পারলে জয় পেয়ে যাবেন বলেই আশা করছেন এ স্পিনার, ‘উইকেট যেমন আছে আর যেভাবে টার্ন পাচ্ছি নতুন বল থেকে আগামীকাল চেষ্টা থাকবে এভাবে বল করার। সাকলাইন ভাইও বলেছেন জায়গা না ছাড়তে, এমনকি ফিল্ডিং দিয়ে আউট করতে। টার্ন না মিললেও ফিল্ডিং দিয়ে আউট করা যাবে।’

উইকেট থেকে সহায়তা পাওয়ায় বাংলাদেশকে ফলোঅন করাতে না পারলেও ৩০০ রানের লক্ষ্য দ্বার করিয়ে জয় তুলে নেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী সাজিদ, ‘আমরা চট্টগ্রামে যখন খেলেছি বোলিং তেমন সুবিধা পাইনি। এখানে সুবিধা পাচ্ছি। এখানে টার্নও হচ্ছিল এবং সময় পাচ্ছিলাম। ওখানে আমি চারটা নিয়েছি প্রথম ইনিংসে, এরপর দ্বিতীয় ইনিংসে ৩টা। আমরা এই টেস্টে ওদের ৩০০ রানের লক্ষ্য দিতে চাই এবং জয় নিয়ে বাড়ি ফিরতে চাই।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //