নিউজিল্যান্ডে টেস্ট জয়ে মুমিনুলকে কৃতিত্ব দিলেন মাশরাফি

নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর, সবাই অভিনন্দনে ভাসাচ্ছেন বাংলাদেশ দলকে। সাবেক ও বর্তমান তারকা থেকে শুরু করে ভক্ত, সমর্থক, সংগঠক সবার কণ্ঠেই এখন প্রশংসা।

৩২ ম্যাচ পর নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে অসাধারণ জয়ে দলীয় পারফরম্যান্সের ভূমিকা থাকলেও মাশরাফি বিন মর্তুজা কৃতিত্ব দিতে চান মুমিনুল হককে।

মাশরাফির কাছে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে জয় বাংলাদেশের টেস্ট ইতিহাসেরই সেরা সাফল্য।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) মিরপুরে মাশরাফি সংবাদমাধ্যমকে বলেন, ‘অন্যতম সেরা জয় না বলে বলা উচিত এটাই সর্বোচ্চ জয়। টেস্ট ক্রিকেটের কথা চিন্তা করলে তো অবশ্যই। তাও নিউজিল্যান্ডের মাটিতে। যখন কিনা নিউজিল্যান্ড টেস্ট চ্যাম্পিয়ন। এটা তো দারুণ ব্যাপার।’

বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল বরাবরই শান্তশিষ্ট ও মিডিয়ার আলো থেকে দূরে থাকা মানুষ। যে কারণে মাশরাফির কাছে তিনি সব সময় দলের আনসাং হিরো।

‘মুশফিককে সরানোর পর সাকিব আসল। তারপর সাকিব ছিল না তখন মুমিনুলকে অধিনায়ক করা হলো। জানি না মুমিনুল তখন প্রস্তুত ছিল কি না। তারপর এত সমালোচনা! ওখান থেকে দলটাকে গুছিয়ে এনে ও এত বড় একটা জয় এনে দিয়েছে। পরে কী হবে তা পরের ব্যাপার। কিন্তু এখন তাকে কৃতিত্ব দিতেই হবে।’

‘সাকিব-তামিম নেই মানে দলের অর্ধেক নেই। কিন্তু সে এই দলকে বুস্ট আপ করেছে। এটা দারুণ ব্যাপার। পুরো কৃতিত্ব মুমিনুলকেই দেওয়া উচিত।’

বিপিএলের অনুশীলন শুরু করা মাশরাফির কাছে নিউজিল্যান্ডের জয় দলকে বাড়তি আত্মবিশ্বাস দেবে। সব কন্ডিশনেই যে জেতা সম্ভব সে বার্তা পাবেন দলের তরুণরা, মনে করেন মাশরাফি।

তিনি বলেন, ‘দল নিয়ে সমালোচনা-আলোচনা হচ্ছিল। সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানো। মুমিনুল আছে, সুজন ভাই গেছেন ওখানে। যারা আছে তারা হয়তো দলকে বুস্ট আপ করেছে। নিজেদের জন্য দারুণ এক বার্তা তৈরি করতে পেরেছে। কে আছে, কে নেই সেটা জরুরি নয়। আত্মবিশ্বাস থাকলে যেকোনো জায়গায় যেকোনো কন্ডিশনে ম্যাচ জেতা সম্ভব।’

মুমিনুলের পাশাপাশি টিম ডিরেক্টর খালেদ মাহমুদকেও কৃতিত্ব দিলেন মাশরাফি। সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক দলে শৃঙ্খলা ফিরিয়েছেন, এমনটা মন্তব্য তার।

তিনি বলেন, ‘শৃঙ্খলা রাখার ক্ষেত্রেও, খেলোয়াড়দের সঙ্গে কতটুক আলোচনা করতে হবে, কী প্রয়োজন, সুযোগ-সুবিধা সবকিছুর দিকে খেয়াল রাখেন সুজন ভাই। সে জায়গা থেকে তার কথা বলতেই হবে।’

বিপিএলের পরবর্তী আসরে তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে ঢাকা স্টার্সে খেলবেন মাশরাফি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //