এবারের বিপিএলে সব দল সমান শক্তিশালী: সাকিব

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রবিবার থেকে তিনি অংশ নেবেন বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) টুর্নামেন্টের ওয়ানডে পর্বে। এরপর রয়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।

চলতি বছর বাংলাদেশ দলের ব্যস্ত আন্তর্জাতিক সূচিতে নামার আগে বিসিএল ওয়ানডে ও বিপিএল টি-টোয়েন্টি বেশ কাজে দেবে বলে মনে করেন সাকিব। 

শুক্রবার (৭ জানুয়ারি) একটি মোবাইল ব্র্যান্ডের সঙ্গে চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ বিষয়ে কথা বলেছেন সাকিব।

তার ভাষ্য, ‘এগুলো (বিসিএল ওয়ানডে) সবই প্রস্তুতির অংশ। এরপর আমাদের টানা আন্তর্জাতিক ক্রিকেট রয়েছে। তাই আমি চাই, আমি যেন আমার সেরা ফিটনেস এবং পারফরম্যান্স নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট শুরু করতে পারি। সেটার জন্য এটা ভালো একটা বিল্ডআপ আমি মনে করি।’

সাকিব আরও বলেন, ‘যদি বিসিএলের কয়েকটা ম্যাচ খেলতে পারি। তারপর বিপিএলের ম্যাচ থেকে আত্মবিশ্বাস নিতে পারি...সামনেই আমাদের আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি আছে। আমার মনে হয়, এ দুইটা ফরম্যাট ঐ দুইটা ফরম্যাটকে (সিরিজ) ভালোভাবে কমপ্লিমেন্ট করবে। সেই কারণে আসলে এই প্রস্তুতিটা নেওয়া।’

এসময় আসে বিপিএল প্রসঙ্গ। প্লেয়ার্স ড্রাফটের আগে সরাসরি সাইনিংয়ে ফরচুন বরিশালে নাম লিখিয়েছেন সাকিব। এছাড়া তার দলে রয়েছেন ক্রিস গেইল, মুজিব উর রহমান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহানরা। অন্যদিকে ঢাকার দলে একসঙ্গে রয়েছেন মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ।

প্রশ্ন রাখা হয়, বরিশাল দলটি কেমন হলো? ঢাকাই বা কেমন হলো? সাকিব বলেন, ‘আমি আমাদের দল নিয়ে বলতে পারবো। আমার কাছে মনে হয় ব্যালেন্সড দল হয়েছে। সব দলই আমার কাছে মনে হয় সমান শক্তিশালী। আটজন করে দেশি খেলোয়াড় খেলবে। তাই বেশি একটা পার্থক্য নেই দলগুলোর ভেতরে। এখন মাঠে যে ভালো পারফর্ম করে তারাই ভালো করবে।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //