আমিরাতকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে যুবদল

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বিশাল জয়ে নিশ্চিত হলো বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল। বৃষ্টি আইনে সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে যুবারা। 

আগামী ২৯ জানুয়ারি কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়েই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের যুবারা।

গ্রুপ পর্বে প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে বড় হারে ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। তবে পরের দুই ম্যাচেই দাপুটে জয় তুলে নিয়েছে তারা। 

গতকাল শনিবার (২২ জানুয়ারি) সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে আরব আমিরাতের দেওয়া ১৪৯ রানের জবাবে খেলতে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ। ওপেনিং জুটিতে ৮৬ রান তুলতেই আউট হন ইফতেখার হোসেন। ঠিক তখনই সেন্ট কিটসের আকাশে বৃষ্টি নামে। তাতেই প্রায় দুই ঘণ্টার মতো বন্ধ থাকে খেলা। 

বৃষ্টি কমার পর বাংলাদেশ নতুন লক্ষ্য দাঁড়ায় ৩৫ ওভারে ১০৭ রান। সেই লক্ষ্যে খেলতে নেমে ৬১ বল আগেই ছুয়ে ফেলে লাল-সবুজ জার্সিধারীরা। ওপেনার মাহফিজুল ৬৯ বলে ৬৪ রানের ইনিংস খেলেছেন। ৬ চার ও ২ ছক্কায় মাহফিজুল নিজের ইনিংসটি সাজিয়েছেন। 

এছাড়া তিন নম্বরে নামা প্রান্তিক নওরোজ নাবিল ১০ বলে ৫ রানে অপরাজিত। ইফতেখার ৭০ বলে ২ চার ও ১ ছক্কায় ৩৫ রানের ইনিংস খেলে আউট হন।

মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। যুবা বোলারদের তোপে ১৪৮ রানেই গুটিয়ে যায় আরব আমিরাত। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন পুনিয়া মেহরা। ধ্রুব পারাসারের উইলো থেকে আসে ৩৩।

একটা সময় অবশ্য ৩ উইকেটেই ৮৩ রান তুলে ফেলেছিল আরব আমিরাত। সেখান থেকে হঠাৎ ধস নামান রিপন মন্ডল-তানজিদ হাসান সাকিবরা। ৬৫ রানে শেষ ৭ উইকেট হারায় আমিরাত।

বাংলাদেশের হয়ে রিপন মন্ডল নেন ৩ উইকেট। ২টি করে উইকেট পান তানজিম হাসান সাকিব ও আশিকুর জামান। রাকিবুল হাসান আর আরিফুল ইসলামের শিকার একটি করে।

শিরোপা ধরে রাখার মিশনে গিয়ে প্রথম ম্যাচেই ইংল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়েছিল রাকিবুলের দল। পরের দুই ম্যাচে জিতে তাই গ্রুপ রানার্সআপ হয়েছে যুবারা। তিন ম্যাচের সবগুলো জিতে গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে দক্ষিণ আফ্রিকাকে।

সংক্ষিপ্ত স্কোর:

সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দল: ৪৮.১ ওভারে ১৪৮ (সতিশ ২, স্মিথ ২, পারাশার ৩৩, আলিশান ২৩, মেহরা ৪৩, আয়ান ১১; আশিকুর ২/১৪, তানজিম ২/৩২, রকিবুল ১/৩৭, রিপন ৩/৩১, মেহরব ০/২৬, আরিফুল ১/৭)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: (৩৫ ওভারে লক্ষ্য ১০৭) ২৪.৫ ওভারে ১১০/১ (মাহফিজুল ৬৪*, ইফতিখার ৩৭, নাবিল ৫* ;; নিলাঙ্কাশ ০/১৮, আলি ০/৯, আয়ান ০/২২, সতিশ ০/১০, ধ্রুব ০/১৮, আদিত্য ০/১৪, জশ ১/১৭)

ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //