শীর্ষে ভারত, বাংলাদেশের র‌্যাঙ্কিংয়ে অবনতি

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে গেছে ভারত। রেটিংয়ের হিসেবে ভগ্নাংশের ব্যবধানে ইংল্যান্ডকে হটিয়ে এক নম্বর স্থানটি দখল করেছে রোহিত শর্মার দল।

আইসিসির র‌্যাঙ্কিংয়ে গণনার বিবেচ্য সময়ের মধ্যে সমান ৩৯টি করে ম্যাচ খেলেছে ইংল্যান্ড ও ভারত। তবে ভারতের রয়েছে ১০৪৮৪ পয়েন্ট এবং ইংল্যান্ডের ঝুলিতে আছে ১০৪৭৪ পয়েন্ট।

তাই সমান ২৬৯ রেটিং হলেও, ভগ্নাংশের হিসেবে এক নম্বরে ভারত আর পরের স্থানে ইংল্যান্ড। একইভাবে ভগ্নাংশের হিসেবে নিষ্পত্তি ঘটেছে নবম ও দশম স্থানের।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার রয়েছে সমান ২৩১ রেটিং পয়েন্ট। কিন্তু ভগ্নাংশের হিসেবে বাংলাদেশকে পেছনে ফেলে নবম স্থানে রয়েছে শ্রীলঙ্কা আর দশ নম্বর স্থানটিতে রয়েছে বাংলাদেশ।

ভারত-ইংল্যান্ড ছাড়া সেরা পাঁচে থাকা অন্য তিন দল হলো পাকিস্তান (২৬৬), নিউজিল্যান্ড (২৫৫) ও দক্ষিণ আফ্রিকা (২৫৩)। ছয় নম্বরে আছে অস্ট্রেলিয়া (২৪৯)।

পরের চারটি স্থানে রেটিংয়ের পার্থক্য খুবই কম। সাত নম্বরে থাকা আফগানিস্তানের রয়েছে ২৩৫ রেটিং। আটে থাকা ওয়েস্ট ইন্ডিজের ঝুলিতে আছে ২৩২। আর বাংলাদেশ-শ্রীলঙ্কার তো সমান ২৩১-ই।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //