দ. আফ্রিকা সফরে ‘প্রতিদান’ দেব, দেশ ছাড়ার আগে সাকিব

শারীরিক আর মানসিক অবসাদের কারণ দেখিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চান না জানিয়ে ক্রিকেট বোর্ডের কাছে ছুটি চান তিনি। ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে সাকিবকে বিশ্রাম দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপর গতকাল (শনিবার) সিদ্ধান্ত হয়, সাকিব যাচ্ছেন দক্ষিণ আফ্রিকায়। আজ রবিবার (১৩ মার্চ) রাত ১১টায় উড়াল দেওয়ার কথা তার।

দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সংবাদমাধ্যমকে তিনি জানান, সতীর্থ, টিম ম্যানেজমেন্ট আর সাপোর্ট স্টাফ থেকে সমর্থক পাচ্ছি। এবার দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে এর প্রতিদান দিতে চাই।

সাকিব বলেন, ‘অনেক সময় জায়গা পরিবর্তন করলে মানসিকতায় পরিবর্তন আসে। আমি ওই আশাটাই করছি। সতীর্থ, টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফরা সবসময় আমাকে সাপোর্ট করেছে। এবারও তারা একইরকম সাপোর্ট করবে। আমি চেষ্টা করব প্রতিদান দিতে।’

জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার বিষয়ে বলেন, ‘অনেকটাই স্বস্তি। দলের সাথে থাকা তো সবসময় একটা ভালো ব্যাপার, মজার ব্যাপার। গত ১৫ বছর ধরে আছি, সামনেও থাকতে পারলে ভালো লাগবে। দলের সাথে থাকাটাই সবসময় একটা আনন্দদায়ক ব্যাপার। আশা করি সবাই মিলে ভালো একটা ফলাফল আনতে পারব।’

প্রোটিয়াদের বিপক্ষে সাকিব আছেন দুই ফরম্যাটের স্কোয়াডেই। আগামী ১৮ মার্চ ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে মাঠের লড়াই। এই ফরম্যাটের স্কোয়াডে সুযোগ পাওয়া বাকি ক্রিকেটাররা গত ১১ মার্চ দেশ ছেড়েছেন। দুই দিন পর আজ যাচ্ছেন সাকিব। তবে নিজেকে প্রস্তুত করার মিশনে পিছনে পড়তে হচ্ছে না টাইগার অলরাউন্ডারকে। কাল থেকে শুরু হবে দলগত অনুশীলন পর্ব। আজ রওয়ানা করে কাল প্রথম অনুশীলন পর্ব থেকেই দলের সঙ্গী হবেন সাকিব।

সাকিব বলছিলেন, ‘আজ ১৩ তারিখ। কাল থেকে প্র্যাকটিস করব ইনশাআল্লাহ্‌। কাল থেকে যদি ট্রেনিং হয়, ওই সময় মাঠে উপস্থিত থাকব। তাই আমি মনে করি যথেষ্ট প্রস্তুতি হবে।’

সিরিজে লক্ষ্যের কথা জানিয়ে বলেম, ‘আমরা ওখানে হয়তো ৫-৬ দিন ট্রেনিং করতে পারব, কিন্তু এতে তো খুব বেশি উন্নতির জায়গা থাকবে না। মানসিকভাবে যতটা প্রস্তুতি নিতে পারব আমাদের জন্য তত ভালো হবে। আমার এবং দলগত... সবাইকেই নিতে হবে। আমি ভালো করলাম দল খারাপ করল সেটাও ভালো না আবার অন্য কেউ পারফর্ম করল আমি করলাম না এটাও ভালো কিছু না। সবাই যদি একসাথে পারফর্ম করি তাহলে ভালো করা সম্ভব।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //