ভারতে জনপ্রিয় ক্রীড়াবিদদের মধ্যে অন্যতম মাহেন্দ্র সিংহ ধোনি। এখন নিয়মিত ক্রিকেট না খেললেও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি এতটুকু। সাধারণ ক্রিকেট প্রেমীদের মধ্যে তো বটেই, ক্রিকেট মহলেও তার জনপ্রিয়তা ঈর্ষণীয়।
গতকাল বৃহস্পতিবার (১২ মে) আইপিএলে চেন্নাই সুপার কিংসের সাথে খেলা ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের। সেই ম্যাচে লজ্জাজনক পরাজয় হয়েছে ধোনির নেতৃত্বাধীন চেন্নাইয়ের। কিন্তু তাতে কি। ম্যাচ শেষে মুম্বাইয়ের একঝাঁক ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ ধোনির কাছে আসেন। হারের জন্য সমবেদনা জানাতে নয়। বরং ধোনির স্বাক্ষর নেওয়ার জন্য। সবাই চেন্নাই অধিনায়ককে ঘিরে ধরেন।
কাউকেই নিরাশ করেননি মাহি। প্রতিপক্ষের ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের অনুরোধ রাখলেন হাসি মুখেই। চেন্নাইয়ের জার্সি, টুপিতে সই করে দিলেন সবার জন্য। ধোনির সই পেয়ে খুশি মুম্বাই দলের সদস্যরাও। প্রতিপক্ষ দলের অধিনায়কের ব্যবহারে মুগ্ধ তারা। মুম্বাইয়ের সাপোর্ট স্টাফদের ধোনির অটোগ্রাফ দেওয়ার ছবি ভাইরাল হয়েছে নেট মাধ্যমে।
পেশাদার খেলায় বিপক্ষের অধিনায়কের কাছে এভাবে ছুটে যাওয়ার ঘটনা খুব বেশি ঘটে না।
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh