ক্যারিবীয় প্রিমিয়ার লীগে সরাসরি চুক্তিতে সাকিব

আইপিএলে দল না পেলেও সরাসরি চুক্তিতে ক্যারিবীয় প্রিমিয়ার লীগে (সিপিএল) নাম লেখালেন সাকিব আল হাসান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এ খবর নিশ্চিত করে জানান, সিপিএল খেলতে যাওয়ার জন্য ইতোমধ্যে অনাপত্তিপত্র পেয়েছেন সাকিব।

তবে সিপিএলের শুরুতে অংশ নিতে পারবেন না সাকিব। কারণ, সিপিএলের পর্দা আগামী ৩১ আগস্ট উঠবে। তার আগে ২৭ আগস্ট শুরু হবে এশিয়া কাপ। চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। বৈশ্বিক এই আসর শেষ করে তবেই ক্যারিবীয় লীগ খেলতে যাবেন সাকিব। সিপিএল শেষ হবে ১ অক্টোবর। এরপর ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ায় বসবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।

এর আগেও দুইটি দলের হয়ে সিপিএলে খেলেছেন সাকিব। ২০১৬ ও ২০১৭ সালে জ্যামাইকা তালওয়াসের হয়ে খেলেন তিনি। এরপর ২০১৮ সালে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলেন সাকিব। ২০১৯ সালে দলটির হয়ে সিপিএলের শিরোপাও জেতেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //