৪ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

৮ বলে ১০ রান করে আউট হয়েছেন আফিফ হোসেন। এরইমধ্যে ১০০ পার করেছে বাংলাদেশ দল। তার আগে এনামুল হক বিজয়ের উইকেটটিও হাতছাড়া করে বাংলাদেশ দল। দশম ওভারে ২৬ রান করে সাজঘরে ফিরেন তিনি। 

এর আগে শন উইলিয়ামসের বলে স্কুপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ তুলেছিলেন লিটন দাস। রিচার্ড এনগারাভা ক্যাচ নিয়েছিলেন, তবে নিয়ন্ত্রণে রাখতে পারেননি। সেটি খেয়াল করেননি লিটন, নন স্ট্রাইক প্রান্তে থাকা এনামুল হকের ডাকে সাড়া না দিয়ে হাঁটা ধরেছিলেন। আম্পায়াররা থামিয়েছেন তাকে।

তবে জিম্বাবুইয়ানরা ঠিকই সতর্ক ছিলেন। এনগারাভার থ্রো নিয়ে উইলিয়ামস যখন নন স্ট্রাইক প্রান্তের স্টাম্প ভেঙেছেন, লিটন তখন ক্রিজের বাইরে। আদতে তো ড্রেসিংরুমের দিকে এগোচ্ছিলেন তিনি!

অন ফিল্ডে ক্যাচের জন্য ‘সফট সিগন্যাল নট আউট দিয়েছিলেন। টিভি আম্পায়ার অবশ্য লিটনকে দিয়েছেন রানআউটই। লিটন ফিরেছেন ১৯ বলে ৩২ রান করে। ভেঙেছে এনামুলের সাথে তার ৫৮ রানের জুটি।

তবে শুরুতেই দ্বিতীয় ওভারেই সাজঘরের পথ ধরেন মুনিম। ওয়েলিংন মাসাকাদজার ঘূর্ণিতে শর্ট থার্ডম্যানে সহজ ক্যাচ দেন ৮ বলে ৪ করে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১১২ রান। ক্রিজে আছেন শান্ত ও সোহান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //