মধ্যরাতে দেশে ফিরেছেন সাকিব

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে বৈঠক করতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। গতকাল শুক্রবার (১২ আগস্ট) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।

আজ শনিবার (১৩ আগস্ট) নাজমুল হাসান পাপনের সাথে বৈঠকের কথা রয়েছে সাকিবের। এরপরই ঘোষণা করা হবে এশিয়া কাপের বাংলাদেশ দল।

জানা যায়, এশিয়া কাপের দল ঘোষণার তারিখ দুইবার পিছিয়েছে বিসিবি। দলের বেশ কয়েকজন ক্রিকেটার চোটে পড়ায় প্রথম দফায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছে সময় চেয়ে নেয় বিসিবি। এরপর সাকিব আল হাসানকে নিয়ে দোটানায় পড়ে দ্বিতীয়বার সময় নেয় বোর্ড। 

গত ১১ আগস্ট বিসিবি কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন নাজমুল হাসান। যার বিষয়বস্তু ছিল, বেট উইনার নিউজ এবং সাকিব। একটি বেটিং প্রতিষ্ঠানের নিউজ পোর্টালের সাথে সাকিবের চুক্তি ইস্যুতে উত্তাল হয় ক্রিকেটাঙ্গন।

নাজমুল হাসান পাপন জানান, বেট উইনার নিউজের সাথে চুক্তি বাতিল না করলে সাকিবের সাথে সব রকমের সম্পর্ক ছিন্ন করবে বিসিবি। এমন কড়া হুঁশিয়ারির পর টনক নড়ে তার। ঐ রাতেই সাকিব চুক্তি বাতিলের বিষয়টি বিসিবিকে লিখিত জানান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //