লাল বলের ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল

জাতীয় দলের অন্যতম পেসার রুবেল হোসেন। একটা সময়ে তাকে ছাড়া দলের একাদশ কল্পনাই করা যেতো না। এখন যে তিনি ফুরিয়ে গেছেন বিষয়টি তেমন নয়। দলে ভিড়ছে অনেক নতুন মুখ। বয়সও তার বাড়তির দিকে। নির্বাচকদের রয়েছে বাছাই করার সুযোগ। সব মিলিয়ে অনেক দিন ধরেই রুবেল রয়েছেন দলের বাইরে। এর মধ্যে রুবেল নিজেই নিজের সম্পর্কে একটি বিশেষ খবর জানালেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। সেটি হলো, সংক্ষিপ্ত ফরম্যাটে মনোযোগ দিতে লাল বলের ক্রিকেট ছাড়তে চলেছেন এই নামজাদা পেসার।

আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুকে পেজের মাধ্যমে এই ঘোষণা দেন তিনি।

ফেসবুক পেজে রুবেল লিখেছেন, ‘আসসালামু আলাইকুম আমি একটা বিষয় একটু জানাতে চাই। আজকে বিসিবিতে অফিশিয়ালি চিঠি দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলাম....।’

শুধু টেস্ট নয়, লংগার ভার্সন থেকেই নিজেকে গুটিয়ে নিয়েছেন রুবেল। মূলত তরুণদের সুযোগ করে দিতে অভিজ্ঞ এই পেসার এমন সিদ্ধান্ত নিয়েছেন। 

তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করার ক্ষেত্রে লংগার ভার্সন টুর্নামেন্টগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমি মনে করি, এই টুর্নামেন্টগুলোতে তরুণ পেসাররা যত বেশি সুযোগ পাবে, আমাদের পাইপলাইন তত মজবুত হবে। তাই তরুণ ক্রিকেটারদেরকে সুযোগ করে দেওয়ার জন্য আমি লাল বলের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।’

লম্বা পথ চলায় রুবেলকে যারা সহযোগিতা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি, ‘বাংলাদেশের ২৭টি টেস্ট ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছে আমার। যা আমার ক্যারিয়ারের অন্যতম অর্জন। লাল বলের ক্রিকেটে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের এই পথচলায় আমাকে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। আশা করছি, সামনের দিনগুলোতে আপনাদের পাশে পাবো। টেস্ট থেকে বিদায় নিয়েছি।’

টেস্ট থেকে বিদায় নিলেও সীমিত ওভারের ক্রিকেটে দেশের জার্সিতে মাঠ মাতানোর স্বপ্ন দেখেন জাতীয় দলে সর্বশেষ ২০২১ সালে খেলা এই পেসার। তিনি বলেন, ‘ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ জাতীয় দলকে আমার আরো অনেক কিছু দেওয়ার সামর্থ্য আছে। তাই ডিপিএল, বিপিএলসহ অন্যান্য সাদা বলের টুর্নামেন্টে আমি নিয়মিত খেলা চালিয়ে যাবো। আমার জন্য দোয়া করবেন। সাদা বলে বাকি জীবনে আপনাদের যেন রঙিন স্বপ্ন উপহার দিতে পারি।’

১২ বছরের টেস্ট ক্যারিয়ারে রুবেলের প্রাপ্তির খাতা শূন্য। বাদ পড়েছেন অনেকবার, নতুন আশা নিয়ে বারবার দলেও ফিরেছেন। কিন্তু ফল পাওয়া যায়নি কিছু। ২৭ টেস্ট খেলে রুবেলের উইকেট কেবল ৩৬টি। বোলিং গড় ৭৬.৭৭, ১০টির বেশি টেস্ট খেলা বোলারদের মধ্যে টেস্ট ইতিহাসে সবচেয়ে বাজে বোলিং গড় তারই! এছাড়া প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৬০ ম্যাচে তার উইকেট ৯৭টি, বোলিং গড় ৫৪.০৩। এখানেও বোলিং গড় খুব একটা ভালো নয়। 


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //