টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাঙ্কিং

উড়তে থাকা সাকিব শীর্ষস্থান হারালেন

কয়েক সপ্তাহের ব্যবধানে টি-টোয়েন্টি অলরাউন্ডারের মুকুট হারালেন সাকিব আল হাসান। তাকে পেছনে ফেলে শীর্ষ অলরাউন্ডারের মুকুট ফের নিজের করে নিয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। দুই সপ্তাহ আগে নবীকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছিলেন সাকিব। তবে সেই নবীর কাছেই শীর্ষস্থান হারালেন দেশসেরা এই অলরাউন্ডার।

টি–টোয়েন্টিতে র‌্যাঙ্কিংয়ে অবনমন হলেও ওয়ানডেতে এখনো শীর্ষ স্থান ধরে রেখেছেন সাকিব। আইসিসির হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে টি–টোয়েন্টিতে সাকিবের রেটিং ২৪৩। কয়েক দিন আগেও এটি ২৪৮ ছিল। আর এক নম্বরে থাকা নবীর রেটিং ২৪৬।

সাকিব ও নবী দু’জনেই এখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) নিয়ে ব্যস্ত। সিপিএল এ টানা দুই ম্যাচে ফিফটি পেয়েছেন সাকিব। আর নবী পেয়েছেন টানা দুই ম্যাচে ৩ উইকেট। এদিকে ২১১ রেটিং নিয়ে তিন নম্বরে রয়েছে ইংল্যান্ডের মঈন আলী।

অন্যদিকে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। তার রেটিং ৮৬১। ৮০১ রেটিং নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের সূর্যকুমার যাদব। তৃতীয় অবস্থানে আছে পাকিস্তান অধিনায়ক বাবর আজম আছেন। তার রেটিং পয়েন্ট ৭৯৯।

আর বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ তিনে কোনো পরিবর্তন হয়নি। এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড, দুই এবং তিনে আছেন দক্ষিণ আফ্রিকার তাব্রেইজ শামসি ও ইংল্যান্ডের আদিল রশিদ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //