ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ

বাবরকে ফিরিয়ে জুটি ভাঙলেন মিরাজ

ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সোহান। এ ম্যাচে একাদশে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। এদিকে খেলা সপ্তম ওভারে এসেই ব্রেকথ্রু দিলেন মেহেদী হাসান মিরাজ। তার লেগ স্ট্যাম্পের ওপর বলটি সুইপ করতে গিয়ে টপ-এজড হয়েছেন বাবর আজম। ২৫ বলে ২২ রান করে ফিরেছেন পাকিস্তান অধিনায়ক, ভেঙেছে ৫২ রানের ওপেনিং জুটি।

ফিল্ডিংয়ে নেমে প্রথম ওভারে ১ রান দিলেও তাসকিনকে সরিয়ে নেন নুরুল। তাকে ফেরানো হয়েছে পঞ্চম ওভারে, ওই ওভারে তিনি দিয়েছেন ৭ রান। মোস্তাফিজ করেছেন পাওয়ারপ্লের শেষ ওভার। আঁটসাঁট লাইন বা ধরে রাখতে পারেননি তিনি, অফ স্ট্যাম্পের বেশ বাইরে শর্ট লেংথে পেয়ে চার মেরেছেন রিজওয়ান। প্রথম ৬ ওভারে অবিচ্ছিন্ন থেকে ৪৩ রান তুলেছে বাবর-রিজওয়ান জুটি।

চতুর্থ ওভারে চতুর্থ বোলার হিসেবে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে আনেন নুরুল। দ্বিতীয় বলেই তার ওপর চড়াও হয়েছেন রিজওয়ান। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে লং অফের ওপর দিয়ে ইনিংসের প্রথম ছক্কাটি মেরেছেন তিনি। 

আগের ওভারে আনা হয়েছিল হাসানকে। শর্ট লেংথে অফ স্ট্যাম্পের বাইরে দুটি বলকে ব্যাকওয়ার্ড পয়েন্ট ও কাভার পয়েন্ট দিয়ে বাউন্ডারির বাইরে পাঠিয়েছিলেন বাবর।

আজকের ম্যাচে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট মেক শিফট ওপেনার সাব্বির রহমান ও মেহেদি মিরাজে আস্থা রেখেছে। যদিও নাজমুল শান্ত বা সৌম্য সরকারের একজনকে সুযোগ দেওয়ার কথা শোনা গিয়েছিল। পেস বোলিং আক্রমণে আছেন মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।

বাংলাদেশ একাদশ: মেহেদি মিরাজ, সাব্বির রহমান, লিটন দাস, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, ইয়াসির রাব্বি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ  ও মুস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, হায়দার আলী, ইফতিখার আহমেদ, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, হ্যারিস রউফ, শাহনেওয়াজ দাহানি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //