টি-টোয়েন্টি বিশ্বকাপ

বড় দলের মতোই লড়ছে স্কটল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের তৃতীয় ম্যাচে টস জিতে স্কটল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। টুর্নামেন্টটির চলমান আসরের সুপার টুয়েলভ নিশ্চিত করতে লড়াই করছে দুই দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল ওয়েস্ট ইন্ডিজ। একমাত্র দল হিসেবে তারা দুবার বিশ্বকাপ ঘরে তুলেছে। তবে ছোট দল হলেও বড় দলের মতোই লড়াই করছে স্কটল্যান্ড।

ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ডের ম্যাচটি আজ সোমবার (১৭ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১০টায় অস্ট্রেলিয়ার হোবার্টের বেলেরিভে ওভালে শুরু হয়েছে। পাঁচ ওভার তিন বল খেলার পর বৃষ্টির কারণে খেলাটি আপাতত বন্ধ রয়েছে। চলছে বিরতি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিনা উইকেটে পাঁচ ওভার তিন বলে ৫৩ রান করেছে স্কটল্যান্ড।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

এভিন লুইস, কাইল মায়ার্স, ব্রেন্ডন কিং, শামারাহ ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, ওডিয়েন স্মিথ, আকিল হোসেন, আলজেরি জোসেফ, ওবেদ ম্যাকয়।

স্কটল্যান্ড একাদশ

জর্জ মুনসে, মাইকেল জোনস, ম্যাথিউ ক্রস, রিচি বেরিংটন (অধিনায়ক), কলাম ম্যাকলয়েড, ক্রিস গ্রেভস, মাইকেল লিস্ক, মার্ক ওয়াট, জশ ড্যাভে, সাফইয়ান শরিফ, ব্র্যাড হোয়েল।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //