টি-টোয়েন্টি বিশ্বকাপ

নামিবিয়ার পর রূপকথার গল্প লিখলো স্কটল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের উদ্বোধনী ম্যাচে ৫৫ রানের বিশাল ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে রূপকথার গল্প লিখেছিলো নামিবিয়া। বিশ্বকাপের বাছাই পর্বের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নামিবিয়ার মতো রূপকথার গল্প লিখেছে আজ সোমবার (১৭ অক্টোবর)। 

আজ অস্ট্রেলিয়ার হোবার্টের বেলেরিভ ওভালে দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৪২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্কটল্যান্ড।

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ক্যারিবীয় অধিনায়ক নিকোলাস পুরান। প্রথমে ব্যাট করে ওপেনার জর্জ মুনসের অপরাজিত হাফ সেঞ্চুরিতে ৫ উইকেটে ১৬০ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় স্কটিশরা।

ইনিংসের ৫.৩ ওভার যেতেই ঝমঝমিয়ে নামে বৃষ্টি। স্কটল্যান্ডের বোর্ডে তখন বিনা উইকেটেই ৫২ রান। বৃষ্টির পর ফের খেলা শুরু হলে লড়াইয়ে ফেরে ওয়েস্ট ইন্ডিজ।

১৭ বলে ২০ রান করা ওপেনার মাইকেল জোনসকে বোল্ড করেন হোল্ডার। ভাঙে জর্জ মুনসের সাথে ৩৮ বলে ৫৫ রানের ঝোড়ো জুটি। এরপর ম্যাথিউ ক্রস আর রিচি বেরিংটনকে ইনিংস বড় করতে দেয়নি ক্যারিবীয়রা।

ম্যাথিউ ক্রস ৩ করে হন হোল্ডারের দ্বিতীয় শিকার, ১৪ বলে ১৬ করে আলজেরি জোসেফকে উইকেট দেন স্কটিশ অধিনায়ক বেরিংটন।

চতুর্থ উইকেটে জর্জ মুনসে আর কলাম ম্যাকলয়েড ২০ বলে যোগ করেন ৩১ রান। ম্যাকলয়েড মারমুখী ছিলেন (১৪ বলে ২৩)। ১৬তম ওভারে তাকে ফিরিয়ে জুটিটি ভাঙেন ওডিয়েন স্মিথ।

তবে পরের ওভারেই ব্যক্তিগত ফিফটি তুলে নেন ওপেনার মুনসে। ৪৩ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের অষ্টম হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। ইনিংসের শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন। ৫৩ বলে ৯ বাউন্ডারিতে করেন ৬৬ রান। ১১ বলে অপরাজিত ১৬ আসে ক্রিস গ্রেভসের ব্যাট থেকে।

ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার আর আলজেরি জোসেফ নেন দুটি করে উইকেট।

তবে রান তাড়া করতে নেমে প্রথমেই চাপে পড়ে সাবেক চ্যাম্পিয়নরা। দলের ২০ রানের মাথায় তৃতীয় ওভারে ওপেনার কাইলি মায়ার্সকে হারায় ক্যারিবীয়রা। পরে একে একে মুষলধারা উন্ডিজ উইকেট হারাতে থাকে। ষষ্ঠ ওভারে মাত্র ১৪ রান করে ফিরে যান ইভান লুইস। পরে ব্য্যান্ডেন কিং ১৭ (১৫), নিকোলাস পুরান ৫ (৯), সার্মার্থ ব্রুকস ৪ (৯), রভমান পাওয়েল ৫ (৬), জেসন হোল্ডার ৩৮ (৩৩), আকিল হোসেন ১ (১), আলজারেরি জোসেফ ০ (১) এবং ওডিন স্মিথ ৫ (৮) রানে আউট হন। 

ম্যাচের শেষের দিকে জেসন হোল্ডার একাই দলকে টেনে নিয়ে যেতে থাকেন। তবে শেষ পর্যন্ত তিনি নিজের দলকে বাঁচাতে পারেননি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //