টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে মূলপর্বে নিজেদের শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ‘আনপ্রেডিক্টেবল’ খ্যাত পাকিস্তান। আজকের ম্যাচে হারলেই এবারের আসর থেকে বিদায় নিতে হবে পাকিস্তানকে।
সেক্ষেত্রে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে ভারত ও দক্ষিণ আফ্রিকার। যদি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান জেতে তবে দারুণভাবে জমে উঠবে দুই নম্বরের গ্রুপের শেষ রাউন্ড। তখন সুযোগ থাকবে বাংলাদেশেরও। সব মিলিয়ে আজ পাকিস্তানের ওপর নির্ভর করছে দুই নম্বর গ্রুপের অনেক কিছু। এখন পর্যন্ত চার খেলায় ছয় পয়েন্ট নিয়ে টেবিলে সবার ওপরে ভারত। তিন খেলায় পাঁচ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। চার খেলায় চার পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে তিন নম্বরে। চার খেলায় দুই পয়েন্ট নিয়ে পাকিস্তান আছে পাঁচ নম্বরে।
চলতি বিশ্বকাপে পাকিস্তান দুটো ম্যাচ হেরেছে শেষ বলের স্নায়ুযুদ্ধে। এবার আসরে এখন পর্যন্ত ক্রিকেটের কোনো প্রতিষ্ঠিত শক্তিকে হারাতে পারেনি তারা। জিম্বাবুয়ের বিপক্ষেও হার মেনেছে তারা। তবে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটো বিষয় পক্ষে থাকছে পাকিস্তানের। উপমহাদেশের জন্য আদর্শ বিবেচিত সিডনি ক্রিকেট গ্রাউন্ড আর প্রোটিয়াদের বিপক্ষে হেড-টু-হেড রেকর্ড।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh