বাংলাদেশের হয়ে খেলাটা সাকিবের দুর্ভাগ্য

সাকিব আল হাসান, বিশ্ব ক্রিকেটের সমাদৃত এক নাম। যুগের পর যুগ পেরিয়ে এখনো খেলে চলেছেন ব্যাটে-বলে সমতালে দর্পের সাথে। রাজত্ব করছেন র‍্যাঙ্কিংয়ে।

তবে এই সাকিবকে নিয়ে কিছু মিথ ঘুরে-ফিরে, টং দোকানের চায়ের আড্ডায় যা উঠে আসে। তার একটি ‘ইংল্যান্ডের হয়ে খেলার প্রস্তাব পেয়েছিলেন সাকিব।’ যেই মিথ থেকে ডানা মেলে আরো একটা প্রশ্ন, ‘যদি অন্য দেশের হয়ে খেলতেন সাকিব, তবে কেমন হতো?’

সাথে আরো একটা প্রশ্নও ক্রিকেটপাড়ায় ঘুরেফিরে, সাকিবকে প্রাপ্য সম্মান দিতে পারছে কি বাংলাদেশ বা যোগ্য সঙ্গ দিতে পারছে কি সতীর্থরা? এই প্রশ্নগুলোতে যেন আগুন ঢাললেন সাবেক ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর। ভারতের বিপক্ষে গত ম্যাচে সাকিবের পারফর্ম দেখে সামাজিক মাধ্যমে জাফরের উপলদ্ধি- ‘সাকিবের দুভার্গ্য সে বাংলাদেশের হয়ে খেলে’

পারফরম্যান্স, রেকর্ড, পরিসংখ্যান কিংবা ব্যক্তিগত সাফল্য; কোথাও সাকিবের ধারে কাছে নেই বাংলাদেশের কেউ। রেকর্ড বইয়ে প্রতিনিয়ত নিজের নাম খোদাই করে লিখে রেখেছেন তিনি। তবে বাংলাদেশ সাফল্য না পাওয়ায় আন্তর্জাতিক মহলে সাকিবকে নিয়ে আলোচনা নেহায়েত কম। যদিও পারফরম্যান্সে নিজেকে ছাড়িয়ে যেতে বিধিব্যস্ত বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার। সর্বশেষ ভারতের বিপক্ষে ম্যাচেও নজর কেড়েছেন তিনি, শিকার করেছেন মাত্র ৩৬ রানে ৫ উইকেট।

সেই ম্যাচের পর ইএসপিএন ক্রিকইনফোর সাথে আলাপকালে সাকিবের প্রশংসা করতে গিয়ে ওয়াসিম জাফর বলেন, ‘অবশ্যই, সে অন্যতম সেরা অলরাউন্ডার। তা নিয়ে কোনো সন্দেহ নেই। এইটা দুর্ভাগ্যের যে সে বাংলাদেশের হয়ে খেলে। অন্যরা যেভাবে স্বীকৃতি পায়, সে সেভাবে পায় না। বড় মঞ্চেও ব্যাটে-বলে তার এমন পারফরম্যান্স দেখা যায়।’

এই সময় ২০১৯ বিশ্বকাপের কথাও তুলে আনেন জাফর। বলেন, ‘আপনার নিশ্চয়ই ২০১৯ বিশ্বকাপের কথা মনে আছে। সে অনেক রান করেছিল এবং বাংলাদেশকে একাই টেনে নিয়েছিল। বাংলাদেশ থেকে উঠে এসেছে এমন অলরাউন্ডারদের মাঝে সে দুর্লভ। সে ভালো দলের বিপক্ষেও ভালো করে। তাকে নিয়ে আমি খুব খুশি।’


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //