১৫০ রানে অলআউট বাংলাদেশ

ফলো অন এড়ানোর লড়াইয়ে তৃতীয় দিনে ৮ উইকেটে ১৩৩ রানে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। তবে মাত্র ১৭ রান তুলতেই শেষ দুই উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। যেখানে ফলো অন এড়াতে আরো ৫৫ রান লাগতো বাংলাদেশের। 

বাংলাদেশ ফলো অনে পড়লেও ভারতীয় দল সেটি না করে পুনরায় ব্যাট করতে নেমেছে। তাতে সফরকারী দল এগিয়ে থাকলো ২৫৪ রানে।

তৃতীয় দিনের সকালে শুরুতেই এবাদতকে ফেরায় কুলদীপ। ৮২ বলে ২৫ রান করে ফিরতে হয় মিরাজকে, অক্ষর প্যাটেলের বলে কিপারকে ক্যাচ দিয়েছেন তিনি।

ভারতের পক্ষে সর্বোচ্চ ৫ উইকেট নেন রিস্ট স্পিনার কুলদীপ, ১৬ ওভারে ৬ মেডেনে ৪০ রান দেন তিনি। এছাড়া মোহাম্মদ সিরাজ পান ৩ উইকেট।

প্রথম ইনিংসে লেট অর্ডারের দুর্দান্ত ব্যাটিংয়ে ভারতের সংগ্রহ ৪০৪ রান। চেতেশ্বর পূজারা ও শ্রেয়াস আইয়ার, দুজনেই আউট হয়েছেন শতকের কাছাকাছি গিয়ে। বাংলাদেশের বোলিং লাইনআপের বিপক্ষে পূজাররা ৯০ ও আইয়ার ৮৬ রান করেন। হাফসেঞ্চুরি করেন রবিচন্দ্রন অশ্বিন। বিপরীতে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ, দুজনেই পান ৪টি করে উইকেট।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //