ঢাকা টেস্ট

ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টে ভারতের বিপক্ষে বড় হারের পর এবার ঢাকা টেস্টে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। সেই আশায় বছরের শেষ টেস্টে আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ।

ঢাকা টেস্টে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন এসেছে। ইয়াসির আলির জায়গায় দলে ফিরেছেন মুমিনুল হক। এবাদত হোসেনের জায়গা নিয়েছেন তাসকিন আহমেদ।

মিরপুরে প্রায় ১ যুগ পর টেস্টে মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও ভারত। শের-ই বাংলা স্টেডিয়ামে টেস্টে এটি তৃতীয় সাক্ষৎ এই দুদলের। 

এর আগে, সবশেষ দেখায় টাইগাররা হেরেছিল ১০ উইকেটের বড় ব্যবধানে। ওয়ানডে ক্রিকেটে বেশ উন্নতি করলেও টেস্টে যেন সেই আগের জায়গাতেই পড়ে আছে টাইগাররা। ভারতের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখাটা তাই কঠিনই। 

এদিকে চট্টগ্রামের মতো ঢাকা টেস্টেও তিন স্পিনার খেলাচ্ছে বাংলাদেশ। সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের সঙ্গে আগের টেস্টের মতো এই টেস্টেও হাত ঘুরাবেন মেহেদী হাসান মিরাজ। আগের টেস্টে খেলা পেসার খালেদ আহমেদের সঙ্গে জুটি বাঁধবেন ইনজুরি কাটিয়ে ফেরা তাসকিন। 

ভারতীয় দলেও আছে পরিবর্তন। ১২ বছর পর টেস্ট দলে ফিরেছেন জয়দেভ উনাদকাট। এ সময়ে ভারত খেলেছে ১১৮ টেস্ট। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন আগের টেস্টের ম্যাচসেরা কুলদীপ যাদব। ২০১০ সালে একই ভাগ্য বরণ করেছিলেন লেগ স্পিনার অমিত মিশ্রও।

চট্টগ্রামে ৭ উইকেট শিকার করার পাশাপাশি অর্ধশতক হাঁকিয়েও বাদ পড়েছিলেন ঢাকা টেস্টে। ঢাকা টেস্টে ভারত নামছে দুই স্পিনার ও তিন পেসার নিয়ে। 

এই টেস্টে টস করতে নেমে টাইগারদের অধিনায়ক ছুঁয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে। অধিনায়ক হিসেবে এটি সাকিবের ১৮তম টেস্ট। আগের ১৭ টেস্টের ৩টিতে জয় এনে দিয়েছেন সাকিব, তবে হেরেছেন বাকি ১৪ টেস্টেই।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুমিনুল হক, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ।

ভারত একাদশ

লোকেশ রাহুল (অধিনায়ক) শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, রিশভ পান্ত, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, জয়দেভ উনাদকাট, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //