বিপিএলের পয়েন্ট টেবিলে কে কোথায়

আলোচনা-সমালোচনার মধ্যে দিয়ে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। এরই মধ্যে প্রথম পর্ব শেষ হয়েছে। ঢাকার প্রথম পর্বে মোট ম্যাচ হয়েছে আটটি, যার মধ্যে চারটিই খেলেছে সিলেট স্ট্রাইকার্স। বাকি দলগুলো খেলেছে দুইটি করে ম্যাচ।

চার ম্যাচের সবগুলোতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে মাশরাফির সিলেট। দুই ম্যাচে এক জয় নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। কুমিল্লার বিপক্ষে ৩৪ রানের জয়ের পর সবশেষ ম্যাচে সাকিবের ফরচুন বরিশালের বিপক্ষে হেরে গেছে তারা।

ব্যাট হাতে এখন পর্যন্ত সর্বোচ্চ রান করেছেন সিলেট স্ট্রাইকার্সের তৌহিদ হৃদয়। চার ম্যাচে তিনটি অর্ধশতে হৃদয়ের রান ১৯৫। দ্বিতীয় স্থানে রয়েছেন একই দলের ক্রিকেটার নাজমুল হোসাইন শান্ত। তিনি চার ম্যাচ খেলে এক হাফসেঞ্চুরিতে করেছেন ১৬৭ রান। 

বল হাতেও বিপিএলে চমক দেখিয়েছে দেশি পেসাররা। চার ম্যাচ খেলে সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফির সংগ্রহ ৭ উইকেট। তবে সমান উইকেট পেলেও দুই ম্যাচ কম খেলে ৭ উইকেট নিয়ে শীর্ষে রয়েছে ঢাকা ডমিনেটরসের পেসার আল আমিন হোসাইন। তার সেরা বোলিং ২৮ রানে ৪ উইকেট।

বিপিএলের পয়েন্ট টেবিল

দলম্যাচজয়হারপয়েন্টনেটরানরেট
সিলেট স্ট্রাইকার্স
+২.০৭২
রংপুর রাইডার্স
+০.৬২১
ফরচুন বরিশাল 
-০.০২৬
ঢাকা ডমিনেটরস
-১.৩১৪ 
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স 
-১.৪৩৩
খুলনা টাইগার্স
-০.৪১৩
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
-১.৩৮০


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //