স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩, ০৬:৫৮ পিএম
আপডেট: ২৫ জানুয়ারি ২০২৩, ০৬:৫৮ পিএম
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দাপুটে পারফরম্যান্সে আইসিসি টি-টোয়েন্টি ক্রিকেটার অব দ্য ইয়ারের পুরস্কার পেলেন ভারতীয় ব্যাটার সুরিয়াকুমার যাদব।
আজ বুধবার (২৫ জানুয়ারি) আইসিসি বর্ষসেরা পুরুষ টি-টোয়েন্টি ক্রিকেটারের নাম ঘোষণা করে। ২০২২ সালে ৩১ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে সুরিয়াকুমার যাদব রান করেছেন ১১৬৪। গড় ৪৬.৫৬, স্ট্রাইক রেট ১৮৭.৪৩।
ইতিহাসের কেবল দ্বিতীয় ব্যাটার হিসাবে এক বছরে ১০০০ বা তার বেশি রান করার রেকর্ড গড়া সুরিয়া বছর শেষ করেন সর্বোচ্চ রান সংগ্রাহক হিসাবে। ২০২২ এ ৬৮ টি ছক্কা হাঁকিয়েছেন সুরিয়া, এই ফরম্যাটে যা এক বছরে যেকোন ব্যাটারের পক্ষে সর্বোচ্চ। নয় ফিফটির সাথে করেছেন দুই সেঞ্চুরি।
আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হবার দৌড়ে সংক্ষিপ্ত তালিকায় সুরিয়াকুমার যাদবের সঙ্গী ছিলেন সিকান্দার রাজা, স্যাম কারেন ও মোহাম্মদ রিজওয়ান।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh