ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান কর্তা সৌরভ গাঙ্গুলিকে এ বছরে আবারো দেখা যাবে আইপিএলে। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে দেখা যাবে তাকে।
সংবাদ সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।
এ দলের অধিনায়ক হিসাবে থাকছেন ঋষভ পান্থ এবং কোচ হিসেবে রয়েছেন রিকি পন্টিং।
গেল বছরের অক্টোবর মাসে বোর্ড প্রধানের দায়িত্ব ছাড়েন সৌরভ গাঙ্গুলি। আইপিএলে দিল্লি দলের সাথে যুক্ত হলে দুবাই এবং দক্ষিণ আফ্রিকায় ক্যাপিটালসের যে দল দুটি রয়েছে সেগুলোর সাথেও কাজ করবেন সৌরভ।
পিটিআইকে আইপিএলের এক কর্তা বলেন, ‘এ বছরই সৌরভ ফিরছেন দিল্লি ক্যাপিটালস দলে। আলোচনা হয়ে গেছে। আগেও এ ফ্র্যাঞ্চাইজির সাথে কাজ করেছেন সৌরভ। সে দলের মালিকদের সাথে সৌরভের সম্পর্কও ভালো। তাই আইপিএলে সৌরভ ফিরলে দিল্লির হয়েই ফিরবেন।’
এর আগে ২০১৯ সালে দিল্লি ক্যাপিটালস দলের মেন্টরের দায়িত্বে ছিলেন সৌরভ। পরবর্তীতে বিসিসিআইয়ের প্রধান হওয়ায় দিল্লি ক্যাপিটালসের দায়িত্ব ছাড়তে হয়েছিল সৌরভকে। বর্তমানে বোর্ডের সব রকম দায়িত্ব ছেড়ে দিয়েছেন সৌরভ। তাই দিল্লি দলে দেখা যেতে পারে সাবেক এ অধিনায়ককে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh