ট্রান্সফারের রেকর্ড গড়ে চেলসিতে এনজো ফার্নান্দেজ

রেকর্ড ট্রান্সফার ফি-তে ইংলিশ ক্লাব চেলসিতে যোগ দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। আট বছরের চুক্তিতে ১২১ মিলিয়ন ইউরোতে তাকে দলে ভিড়িয়েছে ব্লুজরা।

গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) তার সদ্য সাবেক পর্তুগিজ ক্লাব বেনফিকা এই ঘোষণা দিয়েছে।

ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় বনে গেলেন কাতার বিশ্বকাপে সেরা উদিয়মান খেতাব পাওয়া এই ফুটবলার।

দেড় বছর আগে ১০০ মিলিয়নে অ্যাস্টন ভিলা থেকে জ্যাক গ্রিলিসকে দলে ভিড়িয়ে রেকর্ড গড়েছিল ম্যানচেস্টার সিটি। সেই রেকর্ড এবার ভেঙে দিলো স্টামফোর্ড ব্রিজের দলটি। 

গ্রীষ্মকালীন দলবদলে মাত্র ১০ মিলিয়ন ইউরোয় এনজোকে কিনেছিলো বেনফিকা। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে বড় দলগুলোর নজরে আসেন তিনি। 

রিয়াল, ম্যানইউ, আর্সেনালের সঙ্গে অনেকটা যুদ্ধ করেই এনজোকে দলে ভেড়ালো চেলসি।

শুধু আকাশচুম্বী দরে নয়, দীর্ঘমেয়াদে ফার্নান্দেজকে নিজেদের দুর্গে টেনেছে চেলসি। সবকিছু ঠিক থাকলে ২০৩১ সাল পর্যন্ত দ্য ব্লুজদের সঙ্গে থাকবেন তিনি।

কাতার বিশ্বকাপে ঈর্ষণীয় পারফর্ম করেছেন ফার্নান্দেজ। দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে রাখেন অবদান। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) এই টুর্নামেন্টে সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার জেতেন ২২ বছর বয়সী এই মিডফিল্ডার।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //