বাবাকেও ছাড়িয়ে গেলেন চন্দরপল

উইন্ডিজের কিংবদন্তি ব্যাটার শিবনারায়ণ চন্দরপলের দেখানো পথেই যেন হাঁটছেন ছেলে ত্যাগনারায়ণ চন্দরপল। ২৬ বর্ষী বাঁহাতি ওপেনার ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলতে নেমে ২০৭ রানের অপরাজিত ইনিংস খেলে মাঠ ছেড়েছেন, বল খেলেছেন ৪৬৭টি। ১৬টি বাউন্ডারির সঙ্গে রয়েছে ৩টি ওভার বাউন্ডারি। দল পেয়েছে ওপেনিং ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড জুটি, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে নবম সর্বোচ্চের রেকর্ড।

ম্যাচের প্রথম দুদিন বৃষ্টি বাধায় পুরোপুরি খেলা হয়নি। দ্বিতীয় দিন শেষে দুই ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট ১১৬ ও ত্যাগনারায়ণ চন্দরপল ১০১ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় দিনে লাঞ্চের আগে ডাবল সেঞ্চুরি থেকে অল্পদূরে ১৮২ রানে কাটা পড়েন ব্র্যাথওয়েট। তার আগে উইন্ডিজের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ৩৩৬ রানের ওপেনিং জুটি আসে তাদের থেকে।

বাবা শিবনারায়ণ চন্দরপলের সঙ্গে ছেলে ত্যাগনারায়ণ চন্দরপল।

এর আগে উইন্ডিজের ওপেনিংয়ে সর্বোচ্চ জুটি ছিল ২৯৮ রানের। সেন্ট জন’স এন্টিগায় ১৯৯০ সালে ইংল্যান্ডের বিপক্ষে, গর্ডন গ্রিনিজ এবং ডেসমন্ড হেইন্স গড়েছিলেন রেকর্ডটি। টেস্টে ওপেনিংয়ে সর্বোচ্চ রানের রেকর্ড অবশ্য ৪১৫ রানের। সাউথ আফ্রিকার নিল ম্যাকেঞ্জি এবং গ্রায়েম স্মিথ ২০০৮ সালে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে গড়েন যে রেকর্ড।

শিবনারায়ণ চন্দরপল ক্যারিয়ারে ১৬৪টি টেস্ট খেলে প্রায় ১২,০০০ হাজার রান করেছেন। ২৮০ ইনিংসে সেঞ্চুরি করেছেন ৩০টি, ফিফটি ৬৬টি। ২০৩ রানের ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংসে অপরাজিত ছিলেন। জুনিয়র চন্দরপল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে নিয়ে গেছেন ডাবলে, ২০৭ রানে অপরাজিত থেকে ছাড়িয়ে গেছেন বাবাকেও।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বুলাওয়েতে প্রথম টেস্টে তৃতীয় দিনে ৬ উইকেটে ৪৪৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ২১ রান তুলে এগোচ্ছে জিম্বাবুয়ে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //