আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ভারতের হার্ডিক পান্ডিয়া। শীর্ষে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। সাকিবের সাথে পান্ডিয়ার রেটিং ব্যবধান মাত্র দুই। সাকিবের রেটিং ২৫২, পান্ডিয়ার রেটিং ২৫০।
সদ্য শেষ হওয়া ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ব্যাট হাতে ৩০ রান ও বল হাতে ১৬ রানে ৪ উইকেট নেন পান্ডিয়া। এমন পারফরমেন্সের সুবাদে র্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে উঠেন পান্ডিয়া। শুধুমাত্র অলরাউন্ড তালিকাতেই নয়, ব্যাটিং-বোলিং তালিকাতেও উন্নতি হয়েছে পান্ডিয়ার। ব্যাটারদের তালিকায় ৫০তম ও বোলারদের তালিকায় ৪৬তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ৬৩ বলে ১২৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ভারতের ওপেনার শুভমান গিল। ক্যারিয়ার সেরা ৩০তম স্থানে জায়গা করে নিয়েছেন গিল।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে একটি করে ডাবল ও সেঞ্চুরি করেন গিল। ওয়ানডে র্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে আছেন গিল।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh