ম্যাচ চলাকালে হঠাৎ অন্ধকারে মিরপুর স্টেডিয়াম

বিপিএলের গ্রুপপর্বে ফরচুন বরিশাল-খুলনা টাইগার্সের ম্যচে চলাকালে হঠাৎ করেই অন্ধকার নেমে আসে মিরপুর স্টেডিয়ামে। মূলত বিদ্যুৎ চলে যাওয়াতেই এমনটা ঘটেছে বলে জানা গেছে। এসময় টানা প্রায় ১২ মিনিট বিদুৎহীন থাকে পরো স্টেডিয়াম।

তখন ম্যাচের দ্বিতীয় ওভারের খেলা চলছিল। খুলনার শফিকুল ইসলাম ছিলেন বোলিংয়ে আর ব্যাটার ছিলেন মাহমুদউল্লাহ। হঠাৎ ফ্লাড লাইটসহ নিভে গেল মাঠের সব আলো। বন্ধ হয়ে গেল খেলা। দেড় মিনিট পর প্রেস বক্সের বিদ্যুৎ সংযোগ এলেও ফ্ল্যাড লাইটের সংযোগ আসে আরো ৫ মিনিট পর। 

মাঠে উপস্থিত থাকা সমর্থকরা তখন নিজেদের স্মার্টফোনের সাহায্যে আলো জ্বালিয়ে সে অন্ধকার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেন। ফ্লাডলাইট ঠিকঠাক জ্বললে, ম্যাচ অফিশিয়ালরা খেলা ফের চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।

খুলনার বিপক্ষে আজ টস জিতে আগে ব্যাট করছে বরিশাল। দলটির হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। তবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। মাত্র ৯ রান করেই সাজঘরে ফিরেছেন। এদিকে একাদশে থাকলেও এদিন অধিনায়কের দায়িত্ব পালন করছেন না সাকিব আল হাসান। তার জায়গায় দায়িত্বে রয়েছেন মেহেদী হাসান মিরাজ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //