বিপিএলে শততম ম্যাচ খেললেন সাকিব

সপ্তম ক্রিকেটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শততম ম্যাচ খেলছেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।

আজ রবিবার (১২ ফেব্রুয়ারি) বিপিএলের চলতি আসরের এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

২০১২ সালে বিপিএলের প্রথম আসর থেকে বিপিএলে খেলছেন সাকিব। নবম আসরে এসে এই টুর্নামেন্টে রংপুর রাইডার্সের বিপক্ষে নিজের ১০০তম বিপিএল ম্যাচ খেলছেন সাকিব।

সপ্তম ক্রিকেটার হিসেবে বিপিএলে এই কীর্তি গড়লেন সাকিব। এই ক্রিকেটারের আগে মুশফিকুর রহিম, আনামুল হক বিজয়, মাশরাফী বিন মোর্ত্তজা, ইমরুল কায়েস, মাহমুউল্লাহ রিয়াদ এবং মোহাম্মদ মিথুন বিপিএলে ১০০ ম্যাচ খেলার কীর্তি গড়েন।

সবচেয়ে বেশি বিপিএলের ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। এই ক্রিকেটার সর্বোচ্চ ১০৮টি ম্যাচ খেলেছেন। ১০৭ ম্যাচ আছে আনামুল বিজয়ের নামের পাশে।

সাকিব নিজের ১০০ বিপিএল ম্যাচে ২১৪২ রান করার পাশাপাশি ১৩০ উইকেট সংগ্রহ করেছেন। এ ছাড়াও অধিনায়ক হিসেবে বিপিএল শিরোপাও জিতেছেন সাকিব।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //