শেষ প্রান্তে এসে শাস্তি পেলেন শান্ত

বিপিএলের নবম আসরে আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় শিরোপা নির্ধারণী ফাইনালে জমজমাট লড়াইয়ে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও প্রথমবারের মতো ফাইনালে ওঠা মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্স।

তবে চলমান বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন সিলেট স্ট্রাইকার্সের ওপেনার নাজমুল হোসেন শান্ত। মাঠে আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তির কবলে পড়েছেন বাঁহাতি এই ব্যাটার।

নাজমুল হোসেন শান্ত বিসিবির কোড অব কন্ডাক্টের লেভেল-১ ভঙ্গ করেছেন। যার শাস্তি ন্যুনতম আনুষ্ঠানিক তিরস্কার এবং সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ ভাগ পর্যন্ত জরিমানা, সঙ্গে একটি বা দুটি ডিমেরিট পয়েন্ট।

তবে সিলেট স্ট্রাইকার্সের এই ব্যাটারকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সাথে তাকে দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। চলতি বিপিএলে দ্বিতীয়বারের মতো আচরণবিধি ভঙ্গ করায় মোট তিনটি ডিমেরিট পয়েন্ট হয়েছে তার।

তবে শান্ত তার অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি রকিবুল হাসানের আরোপ করা শাস্তি মেনে নিয়েছেন। তাই নতুন করে শুনানির প্রয়োজন পড়েনি।

এখন পর্যন্ত বিপিএলে ব্যাট হাতে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক রয়েছেন শান্ত। জাতীয় দলের এই ওপেনার ১৪ ম্যাচে ব্যাট হাতে ৩৭.৬৭ গড় ও ১১৩.৮৫ স্ট্রাইক রেটে ৪৫২ রান করেছেন। এর মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ ৮৯ রানসহ তিনটি পঞ্চাশোর্ধ্ব ইনিংসও রয়েছে তার।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //