বিপিএলে কে কত টাকা পুরস্কার পেল

সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে চতুর্থবারের মতো বিপিএল শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চ্যাম্পিয়ন হয়ে তারা পেয়েছে দুই কোটি টাকা। অন্যদিকে, রানার্স-আপ সিলেট পেয়েছে এক কোটি টাকা। সব মিলিয়ে প্রাইজমানিতে মোট ৩ কোটি ২৮ লাখ টাকা খরচ করেছে বিসিবি।

টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন নাজমুল হোসেন শান্ত। পেয়েছেন ১০ লাখ টাকা। এছাড়া নবম আসরে ব্যাট হাতে মোট ৫১৬ রান করা শান্ত জিতে নিয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কারও। ফাইনাল সেরার পুরস্কার জিতেছেন জনসন চার্লস। এছাড়া যৌথভাবে বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তানভীর ইসলাম ও রংপুর রাইডার্সের হাসান মাহমুদ। দুজনেই পেয়েছেন ১৭টি করে উইকেট। 

এছাড়া সবশেষ ২০২৩ বিপিএলের সেরা ফিল্ডার হয়েছেন সিলেটের মুশফিকুর রহিম।

একনজরে ২০২৩ বিপিএলের প্রাইজমানি-

চ্যাম্পিয়ন (কুমিল্লা ভিক্টোরিয়ান্স): ২,০০,০০,০০০/- (দুই কোটি টাকা)

রানার্স-আপ (সিলেট স্ট্রাইকার্স): ১,০০,০০,০০০/- (এক কোটি টাকা)

ফাইনাল সেরা (জনসন চার্লস): ৫,০০,০০০/- (পাঁচ লাখ টাকা)

টুর্নামেন্ট সেরা ফিল্ডার (মুশফিকুর রহিম): ৩,০০,০০০/- (তিন লাখ টাকা)

সর্বোচ্চ রান স্কোরার (নাজমুল হোসেন শান্ত): ৫,০০,০০০/- টাকা (পাঁচ লাখ টাকা)

সর্বোচ্চ উইকেট টেকার (তানভীর ইসলাম): ৫,০০,০০০/- টাকা (পাঁচ লাখ টাকা)

প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট (নাজমুল হোসেন শান্ত): ১০,০০,০০০/- (দশ লাখ টাকা)

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //