ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার (৯ মার্চ) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলাটি শুরু হবে বেলা ৩টায়।
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৭০ ম্যাচে অংশ নিয়ে ৯২ ম্যাচে জিতেছে ইংলিশরা, হেরেছে ৭২টিতে। অন্যদিকে বাংলাদেশ ১৪৪টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে ৪৯ জয়ের বিপরীতে হেরেছে ৯২টিতে।
এই সিরিজে বাংলাদেশ স্কোয়াডে ডাক পেয়েছেন কিন্তু সদ্য শেষ হওয়া বিপিএলে আলো ছড়ানো বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। ফলে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের চেহারা নতুন রূপ পেয়েছে। এই সিরিজেই অভিষেক হতে পারে তৌহিদ হৃদয়, তানভির ইসলাম কিংবা রেজাউর রহমান রাজার মতো তরুণ ক্রিকেটারদের।
সেই সঙ্গে দীর্ঘ ৮ বছর পর জাতীয় দলে ফিরেছেন ওপেনার রনি তালুকদার। এছাড়া আগেই অভিষেক হয়ে যাওয়া হাসান মাহমুদ, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারীর মতো তরুণদের কিছুদিন খেলার অভিজ্ঞতাও হয়েছে। ফলে ঘরের মাঠে আধিপত্ত্ব ধরে রেখে শুভসূচনা করতে মরিয়া বাংলাদেশ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ
ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক/উইকেটকিপার), ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কুরান, ক্রিস ওকস, জোফরা আর্চার, আদিল রশিদ, রেহান আহমেদ ও ক্রিস জর্ডান।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh