৫০০ উইকেট শিকার করতে চান হাসান

লাল-সবুজের জার্সি গায়ে ক্রিকেট ক্যারিয়ারের সায়াহ্নে অন্তত ৫০০ উইকেট শিকার করতে চান হাসান মাহমুদ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে আজ শনিবার (১১ মার্চ) সংবাদ সম্মেলনে আসেন ২৩ বছর বয়সী এই পেসার।

এই সময় একজন সাংবাদিক তার কাছে প্রশ্ন রাখেন, ক্যারিয়ার শেষে নিজের নামের পাশে কতগুলো উইকেট দেখতে চান? হাসানের তাৎক্ষণিক জবাব, ‘৫০০ উইকেট অবশ্যই।’

বাংলাদেশের হয়ে এখনো পর্যন্ত একমাত্র ৫০০ উইকেট শিকারি বোলার সাকিব আল হাসান। তার উইকেট সংখ্যা ৬৬০। বিপরীতে হাসান এখন পর্যন্ত খেলেছেন মাত্র ১৭টি আন্তর্জাতিক ম্যাচ। হয়নি এখনো টেস্ট অভিষেক। তবে ছয়টি ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি খেলেছেন ১১টি। সব মিলিয়ে উইকেট নিয়েছেন ২৩টি। বলাই যায় লক্ষ্য থেকে এখনো বেশ দূরেই আছেন এই পেসার।

ভবিষ্যতের কথা তখনের জন্যই ছেড়ে দেয়া যাক, আপাতত ইংল্যান্ড সিরিজেই ফেরা যাক। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দারুন বল করেছেন এই পেসার। প্রথম দুই ওভারে গড়পড়তা থাকলেও শেষ দুই ওভারে ছিলেন বিধ্বংসী। যেখানে মাত্র পাঁচ রান দেয়ার পাশাপাশি তুলে নিয়েছেন দুটো উইকেটও।

বিষয়টি নিয়ে হাসানের কাছেও জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, ‘সে সময় বাটলার পরপর দুটো ছক্কা হাঁকায়। কিন্তু আমি ছয়ের দিকে তাকাই না, আমি দেখি নাই সে কী করছিল। আমি শুধু ভাবছিলাম আমি কী করবো! শেষ দুই ওভারে আমার চ্যালেঞ্জ ছিল যেকোনোভাবে আটকাতে হবে। আমি সেটা করার চেষ্টা করেছি।’

তিনি আরো যোগ করেন, ‘আমার চিন্তা থাকে বল বাই বল। একটা বল খারাপ হলেও পরের বলের ফোকাসটা রাখি, আমার শক্তির জায়গায় থাকি। ওই সময়টায় নিজের ক্যারেক্টারটা দেখাতে পছন্দ করে। চ্যালেঞ্জটা নিতে ভালো লাগে।’

গত ম্যাচে জয়ের পর এই বাংলাদেশ দলটাকে নিয়ে বেশ আশাবাদী সমর্থকেরা। অনেকদিন বাদে এমন আগ্রাসী ক্রিকেট উপহার দিয়েছে টাইগাররা। বিশেষকরে তরুণরা বেশ অবদান রাখে এই জয়ে। ফলে ক্রিকেট বোদ্ধাদের অনেকেই দাবি করেন এই দলটাকে দীর্ঘ সময় একাধারে খেলতে দিতে। আজ হাসান মাহমুদ নিজেও জানালেন এমন ইচ্ছের কথা।

হাসান বলেন, ‘এই মুহূর্তে টি-টোয়েন্টিতে আমাদের ক্রিকেট ইতিহাসে এই দল অন্যতম সেরা। খুবই এনার্জেটিং সবাই, মাঠে খুবই এফোর্ট দেয় শেষ পর্যন্ত। এটা যদি আমরা ধরে রাখতে পারি আর এই ব্যাচটাকে যদি এগিয়ে নিতে পারি, তাহলে আমি মনে করি টি-টোয়েন্টি হোক বা ওয়ানডে, যেকোনো ফরম্যাটে আমরা এগিয়ে থাকবো সবার থেকে।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //