তামিমের আউটে শেষ হলো প্রথম দিন

ঢাকা টেস্টের প্রথম দিনের শেষটা ভালো হলো না বাংলাদেশের। শেষ বেলায় তামিম ইকবাল এবং নাজমুল হোসেন শান্ত ব্যাটিংয়ে নেমে দলকে ভরসা জোগাতে পারেননি।

মার্ক অ্যাডায়ারের করা ইনিংসের পঞ্চম বলেই বোল্ড হয়ে 'গোল্ডেন ডাক' মারেন শান্ত। ২১ রান করা তামিমও দিনের শেষ বলে ফিরেন ম্যাকব্রেইনের শিকার হয়ে। ২ উইকেটে ৩৪ রান তুলে দিনের খেলা শেষ করল বাংলাদেশ।

এর আগে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ মঙ্গলবার (৪ এপ্রিল) টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭৭.২ ওভার ব্যাট করে ২১৪ রানে অল-আউট হয় আয়ারল্যান্ড। প্রথম সেশনেই দলকে সাফল্য এনে দেন পেসাররা। দলীয় ১১ রানে মারে কামিন্সকে (৫) এলবিডাব্লিউ করে প্রথম ব্রেক থ্রু দেন শরীফুল। অপর ওপেনার জেমস ম্যাককলামকে (১৫) ফেরান এবাদত হোসেন।

এরপর তাইজুলের বলে আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি (১৬) ফিরলে ৪৮ রানে ৩ উইকেট হারায় আয়ারল্যান্ড। এই অবস্থা থেকে চতুর্থ উইকেটে ৭৪ রানের জুটি গড়ে তোলেন কার্টিস ক্যাম্ফার আর হ্যারি টেক্টর। অভিষেক ম্যাচে ফিফটি করা টেক্টরকে ৫০ রানে ফিরিয়ে জুটি ভাঙেন মিরাজ। পরপর দুই ওভারে পিটার মুর (১) এবং ক্যাম্ফারকে (৩৪) ফিরিয়ে দেন তাইজুল। চা বিরতির আগে ৬ উইকেটে ১৪৫ রান তোলে আয়ারল্যান্ড। 

৭ম উইকেটে ৩৫ রানের জুটিতে প্রতিরোধ গড়েছিলেন ম্যাকব্রেইন আর লরকান টাকার। ১৯ রান করা ম্যাকব্রেইনকে মুমিনুলের তালুবন্দি করে এই জুটি ভাঙেন এবাদত। ইনিংসের ৬৬তম ওভারে প্রথমবার বোলিংয়ে আসেন অধিনায়ক সাকিব।

প্রথম ওভারই দেন মেডেন। ৩৭ রান করা লরকান টাকারকে লিটন দাস স্টাম্পড করে দিলে তাইজুলের ঝুলিতে ওঠে চতুর্থ উইকেট। মার্ক অ্যাডায়ারকে (৩২) এলবিডাব্লিউ করে তিনি ক্যারিয়ারে ১১তম বারের মতো পাঁচ উইকেট শিকার করেন।

৭৮তম ওভারে গ্রাহাম হিউমকে (২) মেহেদি মিরাজ বোল্ড করে দিলে ২১৪ রানে অল-আউট হয় আয়ারল্যান্ড। ২৮ ওভারে ১০ মেডেনসহ ৫৮ রানে পাঁচ উইকেট নেন তাইজুল। ২টি করে নেন এবাদত এবং মিরাজ। শরীফুল নিয়েছেন ১টি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //