বাঘিনীদের সব ম্যাচ কলম্বোয়

চলতি মাসের শেষ সপ্তাহে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেখানে স্বাগতিক দলের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে তারা। 

ওই ম্যাচগুলোর ভেন্যু এবং দিনক্ষণ গতকাল সোমবার (১১ এপ্রিল) জানা গিয়েছে। 

নিগার সুলতানার দল সবগুলো ম্যাচই খেলবে কলম্বোয়। শ্রীলঙ্কার রাজধানী শহরের পি সারা ওভালে হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে।

গতকাল সোমবার এক বিবৃতিতে সিরিজের সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সেই সূচি অনুযায়ী ২৫ এপ্রিল দেশ ছেড়ে গিয়ে শ্রীলঙ্কায় পাড়ি জমাবে নিগারের দল। দুদিন পর ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে। এরপর শুরু হবে ওয়ানডে সিরিজ। আইসিসি উইমেন্স চ্যাম্পিয়শিপের অন্তর্ভুক্ত এই সিরিজের প্রথম ম্যাচ ২৯ এপ্রিল, পরের দুটো ম্যাচ হবে ২ এবং ৪ মে।

৯ মে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেও এই সংস্করণে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগ্রেসরা। ৭ মে’র ওই ম্যাচেও প্রতিপক্ষ শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ। সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ দুটো হবে ১১ ও ১২ মে।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //