টেন্ডুলকারপুত্র অর্জুনকে গাঙ্গুলী-শেবাগদের অভিনন্দন

গতকাল রবিবার (১৬ এপ্রিল) চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিষেক হয়েছে ভারতের সাবেক মাস্টার ব্লাস্টার ব্যাটার শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকারের। কোলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অভিষেক হয় অর্জুনের।

পুত্রের অভিষেক মুম্বাই ইন্ডিয়ান্সের ডাগ আউটে বসেই দেখেছেন বাবা টেন্ডুলকার। ম্যাচ শুরুর আগেও পুত্রের পাশে থেকেই উৎসাহ দিয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে ১০০টি সেঞ্চুরির মালিক টেন্ডুলকার।

কোলকাতার বিপক্ষে ম্যাচের প্রথম ওভারেই বল হাতে আক্রমনে আসেন অর্জুন। ঐ ওভারে মাত্র ৪ রান দেন তিনি। নিজের দ্বিতীয় ওভারে ১৩ রান দেন অর্জুন। ২ ওভারে ১৭ রান দেয়ায় অর্জুনকে আর বোলিং দেয়নি মুম্বাই।

তবে আইপিএলের ইতিহাসে দারুন এক নজির গড়েছেন টেন্ডুলকার ও অর্জুন। পিতা -পুত্র হিসেবে আইপিএলে খেলার বিরল কীর্তি গড়লেন। পুত্রের অভিষেকে উচ্ছসিত টেন্ডুলকার। সামাজিক যোগাযোগ মাধ্যমেই সেটিই ফুটিয়ে তুলেছেন টেস্ট ও ওয়ানডের সর্বোচ্চ রানের মালিক টেন্ডুলকার। এক বার্তায় টেন্ডুলকার লিখেছেন, ‘অর্জুন, ক্রিকেটার হিসেবে পথচলায় আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলে তুমি। তোমার বাবা, যে তোমাকে অনেক বেশি ভালোবাসে, ক্রিকেট খেলারও অনুরাগী, আমি জানি তুমি সামনের দিনগুলোতে এই খেলাকে প্রাপ্য সম্মান ও  ভালোবাসা দিবে। ক্রিকেটও তার ভালোবাসা ফিরিয়ে দিবে তোমাকে। এই জায়গায় আসতে তুমি অনেক কষ্ট করেছ। আমি নিশ্চিত, তুমি আরও পরিশ্রম করবে। এটা তোমার দারুণ এক পথচলার শুরু মাত্র। শুভ কামনা রইল।’

ক্রিকেট ক্যারিয়ারে টেন্ডুলকারের সবচেয়ে কাছের সতীর্থ ছিলেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ভারতের হয়ে জুটিতে ৭১ টেস্টে ৪১৭৩ রান ও ওয়ানডেতে ১৭৬ ইনিংসে ৮২২৭ রান করেছেন টেন্ডুলকার-গাঙ্গুলী। আন্তর্জাতিক ক্রিকেটে জুটিতে ভারতের হয়ে সর্বোচ্চ রান তাদের। টেন্ডুলকারের পুত্রের আইপিএল অভিষেকে অভিনন্দন জানাতে ভুল করেননি গাঙ্গুলীও।

এবারের আসরে দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট পরিচালক গাঙ্গুলী লিখেছেন, ‘মুম্বাইয়ের হয়ে অর্জুনকে খেলতে দেখে খুব খুশি হলাম। এজন্য নিশ্চয়ই গর্বিত হবে তার চ্যাম্পিয়ন বাবা। তার জন্য অনেক অনেক শুভেচ্ছা।’

জাতীয় দলে টেন্ডুলকারের এক সময়ে ওপেনিং পার্টনার বিরেন্দার শেবাগ লিখেছেন, ‘চ্যাম্পিয়ন বাবার মত আকাশছোঁয়া সাফল্য পাও অর্জুন, এমনটাই প্রত্যাশা করি। এখনও অনেক পথ যেতে হবে তোমাকে।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //