জয়ের তরীকে তীরে আনতে ব্যর্থ হলো বাংলাদেশ

জয়ের খুব কাছে এসেও পরাজয় ঠেকাতে পারলো না টাইগাররা। দ্বিতীয় চার দিনের ম্যাচে লড়াই জমিয়ে তুলেও ওয়েস্ট ইন্ডিজ এ দলের কাছে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ এ দল।

সিরিজের প্রথম ম্যাচ ড্র হওয়ায় এই ম্যাচে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ক্যারিবীয়রা। তাই শেষ ম্যাচটা তাদের সিরিজ নির্ধারণী হলেও স্বাগতিকদের জন্য সিরিজ বাঁচানোর লড়াই।

অথচ তৃতীয় দিন শেষে স্বস্তিতেই ছিল বাংলাদেশ। ৬ উইকেটে ২৭৪ রান নিয়ে দিন শেষ করেছিল তারা। কিন্তু চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমে দাঁড়াতে পারেনি শুক্কুর ও নাঈম হাসান। এ দিন খুব রান যোগ করতে পারেনি বাংলাদেশ। মাত্র ২১ রান যোগ করতেই শেষ ৪ উইকেট হারায় স্বাগতিকরা। বাংলাদেশ অলআউট হয় ২৯৭ রানে, ফলে ক্যারিবীয়দের লক্ষ্য দাঁড়ায় ১৯০ রান।

আগের ম্যাচে অর্ধশতক হাঁকানো ইরফান শুক্কুর এইদিন ইনিংস বড় করতে পারেননি, ৭২ রান করে আউট হন তিনি। নাইম হাসানের ব্যাটে আসে ১৭ রান। কেভিন সিনক্লেয়ার একাই নেন ৫ উইকেট, দুটো করে উইকেট ক্লেভিন জর্ডান ও ম্যাকলিস্টার।

১৯০ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। টাইগার স্পিনারদের তোপের মুখে মাত্র ৭০ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে ক্যারিবীয়রা। ইনিংসের ষষ্ঠ ওভারে দলীয় ১৪ রানে ভাঙে উদ্বোধনী জুটি। নাঈম হাসানের বলে নাইম শেখকে স্লিপে ক্যাচ দেন ক্রিক ম্যাকেঞ্জি। ১২ রান আসে তার ব্যাটে।

ত্যাগনারায়ন চন্দরপলকে সাথে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেছিলেন রেইমন রেইফার। ফিরতি ক্যাচ নিয়ে দুজনের ২৮ রানের জুটি ভাঙেন সাইফ হাসান। ২২ রান করে ফেরেন রেইফার। সমান ২২ রানে ফেরেন ত্যাগনারায়নও। তাকেও ফেরান সাইফ হাসান। এরপর তানভীর ইসলামের জোড়া আঘাতে অ্যালিক অ্যাথানাজ ৪ ও কেচি কার্টি বিদায় নেন ২ রান করে। ৭০ রানে ৫ উইকেট হারায় ক্যারিবীয়রা।

সেখান থেকে সফরকারীদের টেনে তোলেন ব্রেন্ডন কিং ও ডি সিলভা। দুজনে মিলে যোগ করেন ৭৬ রান। হাফ সেঞ্চুরি করা কিংকে ৫৪ রানে ফিরিয়ে সেই জুটি ভাঙেন তানভির। দ্রুতই বিদায় করেন কেভিন সিনক্লেয়ারকেও। ১৫০ রানে ৭ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

তবে আকিম জর্ডান ও ডি সিলভা জুটি শেষ ৪০ রানে আর কোনো বিপদ হতে দেননি। ২২ রান করে আকিম এবং ডি সিলভা অপরাজিত ৪৭ থাকেন রানে। দলের জয়ও নিশ্চিত করেন তারা। বাংলাদেশের হয়ে চারটি উইকেট নিয়েছেন তানভির ইসলাম। সাইফ হাসান নেন ২ উইকেট।

এর আগে প্রথম ইনিংসে শাহাদাত দিপুর ৭৩ রানের ইনিংসে ভর করে ২৩৭ রান তুলে বাংলাদেশ। জবাবে ক্রিক ম্যাকেঞ্জির ৯১ রানের বদৌলতে ৩৪৫ রান তুলে ক্যারিবীয়রা। তানজিম সাকিব নেন ৪ উইকেট। ১০৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ, সাদমান-দিপু আর ইরফানের তিন অর্ধশতকে ভর করে ২৯৭ রান তুলে টাইগাররা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //