শান্ত-বাবরকে টপকে আইসিসির মাস সেরা টেক্টর

বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত ও পাকিস্তানের বাবর আজমকে টপকে আইসিসি মে মাসের প্লেয়ার অব দ্য মান্থ হয়েছেন আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর। টেক্টরের সঙ্গে মে মাসের সেরার সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছিলেন শান্ত ও বাবর।

আজ সোমবার (১২ জুন) এক বিবৃতিতে মে মাসের সেরা খেলোয়াড় হিসেবে টেক্টরের নাম ঘোষণা করে আইসিসি। আয়ারল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসেবে এ পুরস্কার পেলেন টেক্টর।

মে মাসে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আলো ছড়িয়েছিলেন টেক্টর। ইংল্যান্ডের চেমসফোর্ডে হওয়া সিরিজে সর্বোচ্চ ২০৬ রান করেছিলেন এই ব্যাটার।

প্রথম ম্যাচে অপরাজিত ২১ রান, দ্বিতীয় ওয়ানডেতে ১১৩ বলে ১৪০ রানের ইনিংস খেলেন টেক্টর। শেষ ওয়ানডেতে তার ব্যাট থেকে আসে ৪৫ রান।

ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে সফল ছিলেন শান্তও। সিরিজে ১টি সেঞ্চুরিতে ১৯৬ রান করে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি।

মে মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তিনটিতে খেলেন বাবর। ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ১৬২ রান করেছিলেন তিনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //