ধাক্কা সামলে জয়-শান্তর জুটিতে প্রথম সেশন বাংলাদেশের

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের শুরুটা মনের মতো হয়নি বাংলাদেশের। দিনের শুরুতেই জাকির হাসানকে হারিয়ে বসে স্বাগতিকরা। তবে ধাক্কা সামলে মাহমুদুল হাসান ও নাজমুল হোসেনের জুটি ঘুরে দাঁড়িয়েছে লিটন দাসের দল। যদিও আর কোন উইকেট না হারিয়ে ভালো অবস্থানে থেকেই লাঞ্চে গিয়েছে বাংলাদেশ।

প্রথম ঘন্টায় ৪৫ রান স্কোরবোর্ডে রান যোগ করে বাংলাদেশ। তবে পরের ঘন্টার শুরু থেকে আরও একটু দ্রুতগতিতে রান যোগ করেন নাজমুল-মাহমুদুল জুটি। দলকে হাফ সেঞ্চুরির ঘর পার করিয়ে একশোর পথে নিয়ে যান দুজন। তিনে নামা নাজমুল প্রতিপক্ষ বোলারদের ৮০'র বেশি স্ট্রাইক রেটে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন।

৫৮ বলে এই মাইলফলকে পৌঁছান তিনি। অপরপ্রান্তে থাকা মাহমুদুল মন্থর ব্যাটিংয়ে ভালো সঙ্গ দিচ্ছেন তাকে। তিনিও হাঁটছেন হাফ সেঞ্চুরির পথে। ৭০ বল খেলে রান করেছেন ৩৮। প্রথম সেশনে নিজেদের মাঝে সেঞ্চুরি জুটি গড়ে এক উইকেটে ১১৬ রান নিয়ে লাঞ্চে গিয়েছে লিটনবাহিনী।

এদিকে দিনের শুরুতে টস জিতে বোলিং নেয়ার সিদ্ধান্তটা নিতে সময় নেননি আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। অধিনায়কের সিদ্ধান্তকে ঠিক প্রমাণ করতে অবশ্য সময় নেননি অভিষিক্ত নিজাত মাসুদ। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে টেস্ট ক্যারিয়ারের প্রথম বলেই জাকিরকে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরান এই পেসার। ০ রানে জাকির বিদায় নিলে মাহমুদুল হাসান জয়কে সঙ্গ দিতে আসেন নাজমুল হোসেন।

বাংলাদেশ দল: জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং ইবাদত হোসেন।

আফগানিস্তান দল: ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, হাসমতউল্লাহ শহীদি, রহমত শাহ, নাসির জামাল, আফসার জাজাই, করিম জানাত, আমির হামজা, জাহির খান, নিজাত মাসৌদ এবং ইয়ামিন আহমদজাই।

স্কোরকার্ড-
বাংলাদেশ- প্রথম ইনিংস; ২৪ ওভারে এক উইকেটে ১১৬ রান (নাজমুল ৬৪*, মাহমুদুল ৩৮*) (মাসুদ ১/২৪)

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //