লজ্জার হারে সিরিজ হাতছাড়া বাংলাদেশের মেয়েদের

জয়ের সম্ভাবনা জাগিয়েও টেল এন্ডারদের ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে মাত্র ৮ রানের পরাজয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরে গেল বাংলাদেশের মেয়েরা।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। মাত্র ৯৬ রানের মধ্যেই হারমানপ্রীতের দলকে বেঁধে ফেলে বাংলাদেশের মেয়েরা। স্বল্প টার্গেটে ব্যাট করতে নেমে তীরে এসে তরী ডোবে বাংলার বাঘিনীদের।

এক পর্যায়ে ৫ উইকেট হাতে রেখে জয় থেকে ৮ বলে ১০ রানের দূরত্বে ছিল বাংলাদেশ। দারুণ খেলতে থাকা নিগার সুলতানা জ্যোতি এগিয়ে এসে মারতে গিয়ে স্টাম্পড হন। আউট হয়ে হতাশায় আকাশপানে তাকিয়ে থাকেন অনেকক্ষণ। বাংলাদেশের দিকে হেলে পড়া ম্যাচের মোড় ঘুরে যায় ওখানেই।

শেষ ৭ বলে মেয়েরা মাত্র ১ রান করতে পারে। শেষের চার ব্যাটারের কেউই রানের খাতা খুলতে পারেননি। ২০ ওভারে ৮৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জ্যোতি সর্বোচ্চ ৩৮ রান করেন। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক। শেফালি ভার্মা ও দীপ্তি শর্মা নেন তিনটি করে উইকেট। মিন্নু মানি দুটি ও আনুসা নেন একটি উইকেট।

প্রথমে টস জিতে ব্যাটিং নেয় ভারত। ৩৩ রানে জুটি গড়েন দুই ওপেনার। পঞ্চম ওভারে স্মৃতি মান্দানাকে (১৩ বলে ১৩) বোল্ড করেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। পরের ওভারে অফস্পিনার সুলতানা খাতুন জোড়া উইকেট শিকার করে ভারতকে চাপে রাখেন। টানা দুই বলে উইকেট তুলে জাগিয়েছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনাও।

পাওয়ার প্লে’র শেষ ওভারের প্রথম বলে শেফালি ভার্মাকে (১৪ বলে ১৯) ফেরান সুলতানা। পরের বলে টিম ইন্ডিয়ার অধিনায়ক হারমানপ্রীত কৌরকে (০) বোল্ড করেন দুর্দান্ত এক ডেলিভারিতে। ৩৩ রানে তৃতীয় উইকেট হারায় ভারত।

দলীয় ৪৮ রানে ফাহিমা খাতুনের বলে স্বস্তিকা ভাটিয়ার (১১) লং অনে তোলা ক্যাচ দুর্দান্তভাবে তালুবন্দি করেন স্বর্ণা আক্তার। পরে নিয়মিত বিরতিতে উইকেট তুলে সফরকারীদের একশর আগেই আটকে রাখে টিম টাইগ্রেস।

বাংলাদেশের পক্ষে সুলতানা তিনটি, ফাহিমা দুটি উইকেট নেন। একটি করে উইকেট নিয়েছেন মারুফা আক্তার, নাহিদা আক্তার ও রাবেয়া খান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //