সাকিব ছাড়া আর কারও নেই যে রেকর্ড

গতকাল মঙ্গলবার (১১ জুলাই) আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে নামে টাইগাররা। আর এই ম্যাচ ঘিরে সাকিব ভক্তদের ছিল টানটান উত্তেজনা। ভক্তরা প্রহর গুনছিলেন সাকিব আল হাসানের আরেকটি রেকর্ড দেখার জন্য।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে মাঠে নামার আগে আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে সাকিবের মোট রান ছিল ১৩ হাজার ৯৭১। আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে ১৪ হাজার রানের মাইলফলক ছুঁতে এদিন সাকিবের দরকার ছিল ২৯ রান। সেই রান ১৫ ওভারেই ছুঁয়ে ফেলেন সাকিব। ২৯ রান সংগ্রহের সেই মুহূর্তেই ভিন্ন এক ক্লাবে প্রবেশ করেন সাকিব, যা আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে কখনো দেখেনি কেউ।

সাকিবই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম খেলোয়াড় যিনি ১৪ হাজার রান ও ৬০০ উইকেটের ক্লাবে নাম লিখিয়েছেন। সাকিবের ভক্ত কিংবা সাধারণ দর্শকদের মনে একটি প্রশ্ন বাসা বাঁধতেই পারে! এটি কিই-বা এমন অর্জন? তাদের উদ্দেশ্যে বলে রাখা ভালো কমপক্ষে  ১২ হাজার রান ও ৬০০ উইকেটের এই ‘ডাবল ক্লাবে’ কেবল সাকিবই করতে পেরেছেন। সাবেক তারকা অলরাউন্ডার জ্যাক ক্যালিসের রান সাকিবের থেকে অনেক বেশি থাকলেও উইকেট কেবল ৫৭৭।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //