বদলে গেল বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের তারিখ

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দু। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াই উপলক্ষে বেড়ে যায় টিকিটের চাহিদা। আসন্ন ভারত বিশ্বকাপেও মুখোমুখি হবে দল দুটি। 

ম্যাচে দর্শক আগ্রহের কথা বিবেচনা করে ভারতের সবচেয়ে বড় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে ম্যাচটি। ম্যাচটি হওয়ার কথা ছিল ১৫ অক্টোবর। তবে নিরাপত্তাজনিত কারণে এ ম্যাচের সূচিতে বদল এসেছে। ভেন্যু ঠিক রেখে এগিয়ে আনা হয়েছে ম্যাচের তারিখ। ১৫ অক্টোবরের পরিবর্তে ম্যাচটি মাঠে গড়াবে ১৪ অক্টোবর।

অবশ্য এই ম্যাচ ছাড়াও বিশ্বকাপের বেশ কিছু ম্যাচের সূচিতেও আনা হচ্ছে পরিবর্তন। যা আজকের মধ্যে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা ভারত-পাকিস্তান ম্যাচটি এগিয়ে নিয়ে আসার কারণ মূলত ম্যাচের দিন (১৫ অক্টোবর) নবরাত্রি উৎসব। গুজরাট তথা আহমেদাবাদে খুবই ধুমধামের সঙ্গে উৎসবটি পালন করা হয়। মানুষ রাস্তায় বেরিয়ে আসে। আতশবাজি পোড়ায়। নেচে-গেয়ে আনন্দ-উল্লাস করে। এমন উৎসবের দিনে ভারত-পাকিস্তানের ম্যাচটি আয়োজন করা হলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। সে কারণেই নিরাপত্তা বিভাগ ও আহমেদাবাদের পুলিশের পক্ষ থেকে সূচি পরিবর্তন করতে বিসিসিআইকে জানানো হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //