পিসিবির সাবেক চেয়ারম্যান ইজাজ বাট মারা গেছেন

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান ইজাজ বাট মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) লাহোরে ৮৫ বছর বয়সে মারা যান পাকিস্তানের সাবেক এই টেস্ট ক্রিকেটার।

ইজাজ বাটের মৃত্যুতে শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে পিসিবি।

২০০৮ সালে ৭০ বছর বয়সে পিসিবির চেয়ারম্যান হয়েছিলেন বাট। দায়িত্বে ছিলেন ২০১১ সাল পর্যন্ত।

খেলোয়াড়ি জীবনে বাট ছিলেন উইকেটকিপার ব্যাটসম্যান। ১৯৫৯ থেকে ১৯৬২ পর্যন্ত পাকিস্তানের হয়ে ৮টি টেস্ট ম্যাচ খেলে এক ফিফটির সাহায্যে ২৭৯ রান করেন। 

৬৭টি প্রথম শ্রেণির ম্যাচে ৭টি সেঞ্চুরির সাহায্যে প্রায় চার হাজার রান করেন। 

ক্রিকেট থেকে অবসরে জাতীয় দলের টিম ম্যানেজার হিসেবেও কাজ করেন তিনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //