সেরা তিনে থেকে দেশে ফিরলেন হৃদয়

প্রথমবার শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে গিয়ে নিজেকে প্রমাণ করেছেন তাওহীদ হৃদয়। ২২ বছর বয়সী এই ডান-হাতি ব্যাটারকে জাফনা কিংস দুলে নিয়েছিল পাকিস্তানের অভিজ্ঞ অল-রাউন্ডার শোয়েব মালিকের বদলি হিসেবে। সুযোগ পেয়েই সেটিকে যেভাবে কাজে লাগালেন তা এক কথায় দুর্দান্ত। 

চুক্তি অনুযায়ী ৬টি ম্যাচ খেলার কথা ছিল হৃদয়ের। তবে তার দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ছাড়তে চায়নি ফ্র্যাঞ্চাইজিটি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দিয়ে যাওয়া কথা অনুযায়ী আজ বুধবার দেশে ফিরবেন তিনি।

হৃদয়ের বিদায় বেলায় জাফনা কিংস তাকে নিয়ে লিখেছে, 'তিনি এসেছেন, জয় করেছেন কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ছেড়ে তাকে চলে যেতে হচ্ছে। আমরা এই তরুণ তারকার উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি। ধন্যবাদ হৃদয় ভাই।'

ফেরার আগে শেষ ম্যাচেও দেখিয়েছেন ব্যাটিং ঝলক। দলের জয়ে রেখেছেন দারুণ ভূমিকা। কলম্বো স্টার্সের বিপক্ষে শেষ দিকে ব্যাট করতে নেমে ৯ বলে ৩ বাউন্ডারিতে ১৪ রানের অপরাজিত ইনিংস খেলে জিতিয়েছেন দলকে।

সবমিলে ৬টি ম্যাচ খেলেছেন হৃদয়। একটি ম্যাচে শূন্য (০) ছাড়া বাকি ৫ ম্যাচে করেন ৩৮.৭৫ গড়ে ১৫৫ রান। ছয়টি ম্যাচে খেলেন যথাক্রমে ৫৪, ৩৪, ৪৪*, ১৯, ০ এবং ১৪* রানের ইনিংস।

ছিলেন রান সংগ্রাহকের তালিকায় এক নম্বরেও। তবে শেষ তিনটি ম্যাচে ইনিংস বড় করতে না পারায় নেমে গেছেন তিনে। তবে বলাই যায়, সেরা তিনে থেকে তো মিশন শেষ করতে পেরেছেন তাওহীদ হৃদয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //