এশিয়া কাপে নিরাপত্তার দায়িত্বে পাকিস্তান আর্মি

আগামী ৩০ আগস্ট শুরু হতে যাচ্ছে এবারের এশিয়া কাপ। দীর্ঘদিন পর আসরটি শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। আন্তর্জাতিক টুর্নামেন্টে দায়িত্ব পাওয়ার পর কোন ধরনের নিরাপত্তার কোন ঘটতি রাখতে চায় না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর তাই এশিয়া কাপে নিরাপত্তার দায়িত্বে থাকবে দেশটির সেনাবাহিনী। 

কয়েক বছর ধরে দ্বিপাক্ষিক সিরিজ হলেও কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট হয়নি। সেই আক্ষেপ দূর করে এইবার পাকিস্তানে হতে যাচ্ছে এবারের এশিয়া কাপের আসর। ১৯৯৬ সালের পর বড় কোনো টুর্নামেন্টের দায়িত্ব পাওয়া পাকিস্তান এবার নিরাপত্তার জন্য সেনা মোতায়েন করছে।

পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকার এশিয়া কাপের জন্য সেনাবাহিনী মোতায়েনের অনুমতি দিয়েছে। সেনাবাহিনীর পাশাপাশি নিরাপত্তার জন্য থাকবে পাঞ্জাব রেঞ্জার্সও।

তবে তাদের স্ট্যান্ডবাই হিসেবে রাখা হবে। কেবলমাত্র বড় কোনো ঘটনা ঘটলেই তাদের নামানো হবে। ২৭ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এবারের এশিয়া কাপের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানে। আর বাকী ৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //