শুরু হচ্ছে এশিয়া কাপ, দেখে নিন সূচি

বুধবার (৩০ আগস্ট) থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের ১৬তম আসর। ছয় দলের মহাদেশীয় আসরটি এবার হবে হাইব্রিড মডেলে।

পাকিস্তানের মাটিতে চারটি ও শ্রীলঙ্কার মাটিতে হবে ৯টি ম্যাচ। পাকিস্তানের দুই ভেন্যু মুলতান ও লাহোর এবং শ্রীলংকার দুই ভেন্যু ক্যান্ডি ও কলম্বোতে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ। ১৭ সেপ্টেম্বর কলম্বোতে ফাইনাল অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী ম্যাচ গড়াবে পাকিস্তানের মুলতান স্টেডিয়ামে। যেখানে প্রথমবারের মতো সুযোগ পাওয়া নেপালের মুখোমুখি হবে বাবর আজমের পাকিস্তান। সূচি অনুযায়ী ৩১ আগস্ট ক্যান্ডিতে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। ৩ সেপ্টেম্বর লাহোরে গ্রুপের অন্য ম্যাচে সাকিবরা মুখোমুখি হবে রশিদ খানদের। ২ সেপ্টেম্বর ক্যান্ডিতেই হবে বহুল প্রতীক্ষিত ‘ভারত-পাকিস্তান’ ম্যাচ। এছাড়া, ভারত তাদের সবগুলো ম্যাচই খেলবে শ্রীলঙ্কায়। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায়।

ওডিআই বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটে। ছয়টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। গ্রুপ ‘এ’তে রয়েছে পাকিস্তান, ভারত ও নেপাল এবং গ্রুপ ‘বি’তে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সুপার ফোরে যাবে এবং সুপার ফোর শেষে পয়েন্ট তালিকার সেরা দুই দল মুখোমুখি হবে ১৭ সেপ্টেম্বরের ফাইনালে। ফাইনালের জন্য একদিন (১৮ সেপ্টেম্বর) রিজার্ভ ডে রাখা হয়েছে।

বাংলাদেশ যদি সুপার ফোরে উঠতে পারে, তাহলে স্বয়ংক্রিয়ভাবে তাদের ‘বি২’ হিসেবে গণ্য করা হবে। ভেন্য নির্ধারণের সুবিধার্থে ‘এ১’ ও ‘এ২’ হিসেবে বিবেচনা করা হবে যথাক্রমে পাকিস্তান ও ভারতকে। শ্রীলঙ্কা (সুপার ফোরে উঠলে) বিবেচিত হবে ‘বি১’ হিসেবে।

গ্রুপ পর্ব:
৩০ আগস্ট: পাকিস্তান-নেপাল, মুলতান
৩১ আগস্ট: বাংলাদেশ-শ্রীলংকা, ক্যান্ডি
২ সেপ্টেম্বর: পাকিস্তান-ভারত, ক্যান্ডি
৩ সেপ্টেম্বর: বাংলাদেশ-আফগানিস্তান, লাহোর
৪ সেপ্টেম্বর: ভারত-নেপাল, ক্যান্ডি
৫ সেপ্টেম্বর: আফগানিস্তান-শ্রীলংকা, লাহোর

সুপার ফোর:
৬ সেপ্টেম্বর: এ১-বি২, লাহোর
৯ সেপ্টেম্বর: বি১-বি২, কলম্বো
১০ সেপ্টেম্বর: এ১-এ২, কলম্বো
১২ সেপ্টেম্বর: এ২-বি১, কলম্বো
১৪ সেপ্টেম্বর: এ১-বি১, কলম্বো
১৫ সেপ্টেম্বর: এ২-বি২, কলম্বো

ফাইনাল:
১৭ সেপ্টেম্বর: কলম্বো

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //