ক্যান্ডিতে বৃষ্টির হানা। থমকে গেছে ভারত-পাকিস্তান ম্যাচের খেলা। সম্ভাবনা অবশ্য আগেই ছিল, বৃষ্টির শঙ্কা মাথায় নিয়েই নির্ধারিত সময়ে খেলা শুরু হয়েছিল। তবে ৪.২ ওভার যেতেই মুষলধারে বৃষ্টি নামায় দ্রুত মাঠ ছেড়েছেন ক্রিকেটাররা।
এর আগে পাল্লাকেল্লেতে টসে জিতে আগে ব্যাট করতে নামে ভারত। বৃষ্টি নামার আগ পর্যন্ত বিনা উইকেট ১৫ রান তুলেছে তারা। রোহিত শর্মা ১৮ বলে ১১ ও শুবমান গিল অপরাজিত আছেন ৮ বলে ০ রানে।
ভারত একাদশ- রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, মোহম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরাহ।
পাকিস্তান একাদশ- ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম, মোহম্মদ রিজওয়ান, আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহম্মদ নাওয়াজ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh