বাংলাদেশ-আফগান ম্যাচে যত রেকর্ড

দুইজনের সেঞ্চুরি, ম্যারাথন পার্টনারশিপ বাংলাদেশকে দিয়েছে বড় সংগ্রহ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম দীর্ঘ ১৫ বছর পর খেলতে নেমে রেকর্ড বইটাই যেন বদলে দিলেন মেহেদী হাসান মিরাজ-নাজমুল হোসেন শান্তর।

মিরাজ-শান্তর জোড়া সেঞ্চুরিতে গাদ্দাফি স্টেডিয়ামে নিজেদের সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড গড়ল বাংলাদেশ। এর আগে ঐতিহাসিক এই ভেন্যুতে টাইগারদের সর্বোচ্চ স্কোর ছিল ৮ উইকেটে ৩০০ রান। সেটি ছাড়িয়ে এবার ৫ উইকেটে ৩৩৪ রান করল তারা। সব মিলিয়ে ওই স্টেডিয়ামে যৌথ পঞ্চম সর্বোচ্চ সংগ্রহ এটি।

এশিয়া কাপেও বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ এখন ৩৩৪। এত দিন এই টুর্নামেন্টে সর্বোচ্চ ছিল ৩২৬ রান। মিরপুরে ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে এই রান তুলেছিল বাংলাদেশ। সবমিলিয়ে এটি অবশ্য বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ দলগত সংগ্রহ। বাংলাদেশ-আফগানিস্তান মুখোমুখি লড়াইয়েও সর্বোচ্চ সংগ্রহ এটিই।

ওয়ানডে সংস্করণে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ৩৪৯ রান। দ্বিতীয়টি ৩৩৮ রান। দুটোই এই বছর সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে করেছিল তারা। কয়েক মাসের ব্যবধানে তৃতীয় সর্বোচ্চ ৩৩৪ রানও করলেন সাকিব আল হাসানরা।

আফগানিস্তানের বিপক্ষে সর্বোচ্চ সংগ্রহের নতুন রেকর্ডও দেখা গেল এদিন। আফগানদের বিপক্ষে গত বছর চট্টগ্রামে ৩০৬ রান করেছিল বাংলাদেশ। এবার সেটিও ছাড়িয়ে গেলেন তারা।

এদিন বাংলাদেশ দেখেছে এক ইনিংসে দুই সেঞ্চুরি। সবশেষ এমন দেখা গিয়েছিল ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে জোড়া সেঞ্চুরি এসেছিল সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে। দীর্ঘ৬ বছর পর ওয়ানডে ম্যাচে আবারও জোড়া সেঞ্চুরি দেখলেন সমর্থকেরা। মিরাজ ১১৯ বলে ১১২ রান করে ফিরে গিয়েছেন। আর ১০৫ বলে ১০৪ রান করলেন শান্ত। 

তৃতীয় উইকেটে শান্ত-মিরাজ জুটি ১৯০ বলে যোগ করলেন ১৯৪ রান। ওয়ানডেতে বাংলাদেশের তৃতীয় উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটিও এখন এটি। সব মিলিয়ে ষষ্ঠ সর্বোচ্চ রানের জুটি। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //