লম্বা সময় ধরে মাঠের বাইরে রয়েছের কেন উইলিয়ামসন। আইপিএল খেলতে গিয়ে চোট পান তিনি। ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় করাতে হয়েছে অস্ত্রোপচারও। তবে সেই চোট কাটিয়ে বিশ্বকাপ দিয়ে আবারও মাঠে ফিরছেন কিউই অধিনায়ক।
বিশ্বকাপের জন্য এখনও স্কোয়াড ঘোষণা করেনি নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। তবে উইলিয়ামসন যে বিশ্বকাপ স্কোয়াডে থাকছেন সেটি নিশ্চিত করেছে এনজেডসি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল (৪ সেপ্টেম্বর) তারা জানায়, আইপিএলে খেলার সময় চোট পেয়েছিলেন উইলিয়ামসন। সেটার যথেষ্ট উন্নতি হয়েছে। ফলে অক্টোবরে শুরু হতে যাওয়া বিশ্বকাপে তাকে পাওয়া যাবে।
উল্লেখ্য, আইপিএলের গত আসরে গুজরাট টাইটান্সের হয়ে খেলেছিলেন উইলিয়ামসন। তবে উদ্বোধনী ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে ছিটকে যান টুর্নামেন্ট থেকেই। এরপর নিউজিল্যান্ডে ফিরে অস্ত্রোপচার করান তিনি। তখন খবর বের হয়েছিলো বিশ্বকাপ খেলার জন্য ফিট না হলে, মেন্টর হিসেবে দলের সঙ্গে ভারতে যাবেন তিনি।
তবে কিউই ক্রিকেট ভক্তদের জন্য স্বস্তির খবর, মেন্টর নয় দলটির অধিনায়ক হিসেবেই ভারতে পা রাখবেন উইলিয়ামসন। আগামী ১১ সেপ্টেম্বর ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করবে এনজেডসি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বিশ্বকাপ ক্রিকেট নিউজিল্যান্ড কেন উইলিয়ামসন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh