চলমান এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয় শ্রীলঙ্কা-আফগানিস্তান। ম্যাচে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভার ৮ উইকেটে ২৯১ রান করে লঙ্কানরা। সমীকরণ অনুযায়ী সুপার ফোরে যেতে হলে আফগানিস্তানকে এই লক্ষ্য তাড়া করতে হতো ৩৭.১। কিন্তু ৩৭.১ ওভারে মুজিবের বিদায়ে তা আর করতে পারেনি আফগারা।
অবশ্য তাদের সামনে তখনও আরেকটা সুযোগ ছিল। ৩৭.৪ ওভারের মধ্যে যদি ২৯৫ রান করতো। অর্থাৎ ২৮৯ এরপর পরবর্তী ৩ বলের মধ্যে যদি একটা ছক্কা হাঁকাতো তাহলেও তারা সুপার ফোরে যেতে পারতো। কিন্তু শেষ পর্যন্ত সেটা পারেনি তারা। উল্টো ৩৭.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৮৯ রান তুলে। তাতে ২ রানের জয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোর নিশ্চিত করে শ্রীলঙ্কা।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে লঙ্কানরা। দুই ওপেনার পাথুন নিশাঙ্কা ও দিমুথ করুনারত্নে ৬৩ রানের জুটি করেন। ব্যাক্তিগত ৩২ রান দিমুথ ফিরে গেলে নিশাঙ্কার ইনিংস থামে নিশাঙ্কা করে। লঙ্কানদের পক্ষে এদিন সর্বোচ্চ ৯২ রানের ইনিংস খেলেন কুশল মেন্ডিস। তার ৮৪ বলের ইনিংস সাজানো ছিল ছয়টি চার ও তিন ছক্কায়।
কঠিন সমীকরণে সাজানো ম্যাচটির ২৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ (৪) ও ইব্রাহিম জাদরান (৭) ব্যর্থ হন। তিনে নেমে গুলবাদিন নাঈব ঝড়ো শুরু করলেও বেশি দূর যেতে পারেননি। ১৬ বলে ২২ রান করে ফিরেন সাজঘরে।
তবে তৃতীয় উইকেট জুটিতে ৭১ রান আসে আফগান স্কোর বোর্ডে। রহমত শাহ ও হাসমতউল্লাহ শাহেদি দুর্দান্ত জুটির মাধ্যমে দলকে জয়ের স্বপ্নে দেখান। রহমত খেলেন ৪০ বলে পাঁচ চার ও এক ছক্কায় ৪৫ রানের ইনিংস। এরপর চতুর্থ উইকেট জুটিতে শাহেদিকে নিয়ে ম্যাচের গতি পাল্টে দেন মোহাম্মদ নবী।
অভিজ্ঞ অলরাউন্ডার নবী ৮০ রান যোগ করে কঠিন সমীকরণের সেই ৩৭.১ ওভারের টার্গেট জয়ের আশা তৈরি করেন। নবীর পর শাহেদী ৫৯ রান করে ফিরলে আশায় ধাক্কা লাগে আফগানিস্তানের। পরে রশিদ খান শেষ পর্যন্ত আশার পালে হাওয়া দিয়ে গেছেন।
লঙ্কান পেসার কাসুন রাজিথা ১০ ওভারে ৭৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। শেষ দিকে দুনিথ ও ধনাঞ্জয়া দুটি করে উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন। এর আগে আফগানদের হয়ে গুলবাদিন ১০ ওভারে ৬০ রান দিয়ে নেন দুই উইকেট। রশিদ খান নেন দুই উইকেট।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : আফগানিস্তান শ্রীলঙ্কা এশিয়া কাপ
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh