কন্যা সন্তানের বাবা হলেন বাংলাদেশ জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার মুশফিক রহিম।
এশিয়া কাপে সুপার ফোরে শ্রীলঙ্কারে বিপক্ষে ম্যাচ খেলে দেশে ফিরে ছিলেন মুশফিকুর রহিম। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই ভারত ম্যাচের আগেই দেশে ফেরেন এই উইকেটরক্ষক ব্যাটার। আজ সোমবার (১১ সেপ্টেম্বর) সকালেই দ্বিতীয়বারের মত বাবা হয়েছেন মুশফিক। এবার কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে মুশফিক লিখেছেন, আলহামদুলিল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ আমাদের কন্য সন্তান উপহার দিয়েছেন। মা এবং সন্তান দুজনেই পর্যবেক্ষণে রয়েছে। পোস্টে নিজ পরিবারের জন্য দোয়াও চেয়েছেন মুশফিক।
সোমবার সকাল থেকেই বিভিন্ন গণমাধ্যম মুশফিকুর রহিমের বাবা হওয়ার বিষয়টি নিশ্চিত করে। পুত্রের পিতা মুশফিক এবার দেখলেন কন্যা সন্তানের মুখ। এর আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি প্রথম সন্তানের বাবা হয়েছিলেন মুশফিক।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : কন্যা সন্তান মুশফিক রহিম বাংলাদেশ জাতীয় দল
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh